বাংলাদেশে করবিধি (Taxation in Bangladesh) অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-১.১
বাংলাদেশে করবিধি (Taxation in Bangladesh)
অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
অধ্যায়-১.১ (করবিধি-সূচনা)
১. কর (Tax) কী? (Acc-14,16,18)
উত্তর: সরকারের নিকট হতে প্রত্যক্ষ কোন সুযোগ সুবিধার প্রত্যাশা না করে সুনির্দিষ্ট আইনের আওতায় জনগণ সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলে।
২. ফি (Fee) কাকে বলে? (Mgt-2017)
উত্তর: সরকার কোন ব্যক্তিকে বিশেষ সুবিধা দানের মাধ্যমে তার নিকট হতে যে অর্থ আদায় করে তাকে ফি বলে। যেমন কোর্ট ফি, রেজিস্ট্রেশন ফি, মোটরগাড়ি লাইসেন্স ফি ইত্যাদি।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
৩. বিশেষ কর (Special Tax) কী? (Nu-11, 17)
উত্তর: সরকারি ব্যয়ে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যবসা কেন্দ্র ইত্যাদি স্থাপন করার ফলে এর পার্শ্ববর্তী এলাকায় জমির দাম বহু গুণ বৃদ্ধি পায়। এ অতিরিক্ত মূল্যের ওপর আরোপিত করই হচ্ছে বিশেষ কর।
৪. TIN-এর পূর্ণরূপ কী? (Mgt-2016)
উত্তর: Taxpayer’s Identification Number.
৫. e-TIN এর পূর্ণরূপ কী?
উত্তর: Electronic Taxpayer’s Identification Number.