তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT), অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-৫, (প্রথম অংশ) প্রোগ্রামিং ভাষা

 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)

অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 অধ্যায়-৫ (প্রথম অংশ) প্রোগ্রামিং ভাষা

১. প্রোগ্রামের ভাষা কী? (কুমিল্লা বোর্ড- ১৭)

উত্তর: কম্পিউটারের মাধ্যমে কোন সমস্যা সমাধান তথা প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অংক, চিহ্ন প্রভৃতির সমন্বয়ে গঠিত রীতিনীতিকে প্রোগ্রাম ভাষা বলা হয়।

 

২. সুডোকোড কী? (যশোর বোর্ড -১৯)

উত্তর:

 

৩. কম্পাইলার কী?

উত্তর: কম্পাইলার হচ্ছে এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা হাই লেভেল প্রোগ্রামিং ভাষার উৎস প্রোগ্রামকে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে।

 

৪. চতুর্থ প্রজন্মের ভাষা বা 4GL কী?

উত্তর:

 

৫. ডিবাগিং কী?

উত্তর: প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে ডিবাগিং বলে।

 

৬. অনুবাদক কী? (বরিশাল বোর্ড -১৯)

উত্তর: উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করতে যে সফটওয়্যার এর প্রয়োজন হয় তাকে অনুবাদক বলে।

 

৭. অ্যাসেম্বলি ভাষা কী?

উত্তর: বিভিন্ন সাংকেতিক কোড বা নেমোনিক ব্যবহার করে যে ভাষায় প্রোগ্রামিং করা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলা হয়।

 

৮.অ্যালগরিদম কী? (দিনাজপুর বোর্ড-১৯)

উত্তর:

 

৯. চলক কী? (ঢাকা বোর্ড -১৯)

উত্তর:

 

১০. প্রোগ্রামিং ভাষায় টোকেন (Token) কী?

উত্তর:

 

১১. বাগ (Bugs) কী?

উত্তর: প্রোগ্রামের ভুলকে বাগ বলে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *