তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT), অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ৬, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)
অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
অধ্যায়- ৬ (ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম)
১. ডেটাবেজ (Database) কী?
(দিনাজপুর বোর্ড -২০১৯)
উত্তর: ডেটাবেজ হলো এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত পরস্পর সম্পর্কযুক্ত কিছু ডেটা।
২. DBMS কী? (কুমিল্লা বোর্ড -২০১৯)
উত্তর: ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা DBMS হলো এমন একটি সফটওয়্যার যেটা ডেটাবেজ তৈরি, পরিবর্তন সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হয়।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
৩. কর্পোরেট ডেটাবেজ (Corporate Database) কী? (বরিশাল বোর্ড -২০১৯)
উত্তর: কোন বৃহৎ এন্টারপ্রাইজ বা কর্পোরেট প্রতিষ্ঠানের সকল বিভাগ বা অনুবিভাগের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের ডেটা নিয়ে তৈরি ডেটাবেজকে কর্পোরেট ডাটাবেজ বলে।
৪. জংশন টেবিল কী? (সিলেট বোর্ড-১৯)
উত্তর: দুটি টেবিলের মধ্যে যখন উভয় পক্ষে একাধিক ম্যাচিং রেকর্ড থাকে তখন তাদের মধ্যে Many To Many রিলেশন প্রতিষ্ঠা করা যায়। এরকম রিলেশন তৈরির ক্ষেত্রে তৃতীয় আরেকটি ডেটা টেবিল তৈরি করতে হয় যা জাংশন টেবিল নামে পরিচিত।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
৫. ডেটা টাইপ (Data Type) কী? (যশোর বোর্ড-২০১৯)
উত্তর: যে সকল ঘটনা বা ফ্যাক্ট প্রক্রিয়াকরণের জন্য সংগ্রহ করা হয় তাকে বলা হয় ডেটা বা উপাত্ত। যেমন- ছাত্র ছাত্রীদের রেজাল্ট প্রস্তুত করার জন্য সংগৃহীত নাম, রোল নং, বিভিন্ন বিষয়ের প্রাপ্ত নম্বর হলো এক একটি ডাটা। আর বিভিন্ন ধরনের ডেটার বিন্যাসই হলো ডেটা টাইপ।
৬. সাইফার টেক্সট কী? (চট্টগ্রাম বোর্ড-১৯)
উত্তর: অনুমোদনহীন/অনির্দিষ্ট ব্যক্তির হাত থেকে ডেটার গোপনীয়তা রক্ষা করার জন্য বা ডেটা সিকিউরিটির জন্য ডেটা এনক্রিপশন করা হয়। এনক্রিপ্ট করার পরের ডেটা যা পাঠ করা যায় না তাকে সাইফার টেক্সট বলে।
অথবা, এনক্রিপ্ট করার পরের যে মেসেজ বা ডেটা মানুষের পাঠযোগ্য রূপে থাকে না তাকে সাইফার টেক্সট বলে।
৭. রেকর্ড Record) কি? (চট্টগ্রাম বোর্ড-১৭)
উত্তর: পরস্পর সম্পর্ক যুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয় এক একটি রেকর্ড।
(কপিরাইট এর আওতাধীন হতে পারে)
৮. SQL কী? (বরিশাল বোর্ড -১৯)
উত্তর: SQL বা স্ট্রাকচার্ড কুয়েরি ভাষা হলো ডেটাবেজ ব্যবস্থাপনায় ব্যবহৃত একটি কুয়েরি ভাষা। SQL ব্যবহার করে ডেটাবেজ তৈরি, ডেটাবেজের তথ্য হালনাগাদ, নতুন তথ্য সংযোজন, তথ্য বিয়োজন ইত্যাদি করা যায়।
৯. ডেটা এনক্রিপশন (Data Encryption) কী? (দিনাজপুর বোর্ড -১৭)
উত্তর: ডেটা এনক্রিপশন হল মেসেজ, ডাটা বা তথ্যকে এনকোড করার এমন একটি বিশেষ প্রক্রিয়া যা অনুমোদনহীন কেউ পড়তে বা বুঝতে না পারে।
১০. কুয়েরি (Query) কী? ( সিলেট বোর্ড-১৬)
উত্তর: ডেটাবেজে ডেটা প্রবেশ করানো, ডেটা রিট্রাইভ করা, ডেটা মডিফাই অথবা ডিলেট করা ইত্যাদি অপারেশনগুলোকে কুয়েরি বলে।
(কপিরাইট এর আওতাধীন হতে)
১১. কুয়েরি ভাষা (Query Language ) কী? (দিনাজপুর বোর্ড- ১৬)
উত্তর: যে ভাষা বা ল্যাঙ্গুয়েজ -এর সাহায্যে কুয়েরি করা হয় তাকে কুয়েরি ল্যাঙ্গুয়েজ বলে।
[বি: দ্র: ভুল ত্রুটি সংশোধনযোগ্য]