জাতীয় স্মৃতিসৌধ/National Memorial

জাতীয় স্মৃতিসৌধ

National Memorial

 

ঢাকার সাভারে অবস্থিত মূলকাঠামোতে ৭টি ত্রিভূজাকৃতির ফলক নিয়ে গঠিত স্মৃতিস্তম্ভ।

 

🇧🇩 ৭টি ফলক স্বাধীনতা সংগ্রামের সাতটি পর্যায়কে প্রতীকায়িত করে।

 

(কপিরাইট এর আওতাধীন হতে)

 

৭টি ফলক দ্বারা বুঝায়-

1️⃣ ১৯৫২ সালে ভাষা আন্দোলন

 

2️⃣ ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন

 

3️⃣ ১৯৫৬ সালে শাসনতন্ত্র আন্দোলন

 

4️⃣ ১৯৬২ সালে শিক্ষা আন্দোলন

 

5️⃣ ১৯৬৬ সালে ছয়দফা আন্দোলন

 

6️⃣ ১৯৬৯ এর গণঅভ্যুত্থান

 

7️⃣ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

🟢 জানবো জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে আরো কিছু গুরুপূর্ণ তথ্য:

 

💢 জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা- ৪৫.৭২ মিটার/১৫০ ফুট।

 

💢 জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণের আয়তন- ৩৪ হেক্টর (৮৪ একর)।

 

💢 জাতীয় স্মৃতিসৌধের স্থপতি- সৈয়দ মাইনুল হোসেন।

 

💢 জাতীয় স্মৃতিসৌধের অপর নাম- সম্মিলিত প্রয়াস।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

💢 জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়- ১৬ ডিসেম্বর ১৯৭২  (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক)।

 

💢 জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়- ১৬ ডিসেম্বর ১৯৮২ (হুসাইন মুহাম্মদ এরশাদ কর্তৃক)।

 

সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *