Principles of Marketing suggestion, Hons 1st year exam 2021/বাজারজাতকরণ নীতিমালা সাজেশন, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২১

Principles of Marketing suggestion

 Hons 1st year exam 2021

বাজারজাতকরণ নীতিমালা সাজেশন

 অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২১

হিসাববিজ্ঞান বিভাগ

 খ বিভাগ

১. ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের পার্থক্য দেখাও।

 

২. পাইকারি ব্যবসায়ী নির্বাচনে কি কি বিষয় বিবেচনা করতে হয়?

 

৩. নতুন পণ্যের ক্ষেত্রে ক্রেতার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আলোচনা কর।

 

৪. পণ্য ও সেবার স্তরগুলো ব্যাখ্যা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৫. ভোক্তার সর্বজনস্বীকৃত অধিকারগুলো উল্লেখ কর।

 

৬. অভ্যন্তরীণ বাজারজাতকরণ ও বিশ্বব্যাপী বাজারজাতকরণ এর মধ্যে পার্থক্য দেখাও।

 

৭. মূল্য নির্ধারণ পদ্ধতি হিসেবে ব্রেক ইভেন পদ্ধতি বর্ণনা কর।

 

৮. বাজার বিভক্তিকরণের উপাদানসমূহ সংক্ষেপে লিখ।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

৯. বাজারজাতকরণ পরিবেশ বলতে কি বুঝ?

 

১০. বাজার বিভক্তিকরনের সুবিধা আলোচনা কর,।

 

১১. ভোগ্যপণ্য ও শিল্পপণ্যের মধ্যে পার্থক্য দেখাও।

 

১২. ভোক্তা আচরণের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১৩. মূল্য নির্ধারণের উদ্দেশ্যগুলো কি কি?

 

১৪. সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগ বলতে কী বোঝ? এর প্রয়োজনীয়তা আলোচনা কর।

 

১৫. প্রয়োজন, অভাব ও চাহিদার মধ্যে পার্থক্যসমূহ কি?

 

১৬. সেবা কি পচনশীল? ব্যাখ্যা কর।

 

১৭. প্রমোশন মিশ্রণের হাতিয়ার গুলো আলোচনা কর।

 

১৮. প্রণালী সদস্যরা কিভাবে উৎপাদক ও ভোক্তাদের জন্য ভ্যালু সৃষ্টি করে? ব্যাখ্যা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১৯. নতুন পণ্যের মূল্য নির্ধারণের কৌশল গুলো ব্যাখ্যা কর।

 

২০. ব্যাখ্যা কর: স্টারস, কোয়েশ্চেন মার্কস, ক্যাশ কাউ এবং ডগস।

 

২১. শিল্প পণ্য বাজেজাতকরণে বিবেচ্য বিষয়গুলো কি কি?

 

২২. স্টাইল, ফ্যাশন ও ফ্যাড এর ব্যাখ্যা কর।

 

২৩. পণ্যের জীবন চক্রের বিভিন্ন স্তরের ব্যাখ্যা দাও।

 

২৪. পরিবেশবাদ কিভাবে বাজারজাতকরণ কৌশলকে প্রভাবিত করে?

 

২৫.VMS এবং HMS এর পূর্ণ রূপ কী?

 

২৬. বাজারজাতকরণ পরিবেশের প্রতি কোম্পানি কিভাবে সাড়া দেয়?

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

২৭. ভোক্তার আচরণে প্রভাব বিস্তারকারী উপাদান গুলো কি কি?

 

২৮. একটি কোম্পানি কিভাবে আকর্ষণীয় বাজার বিভাগ চিহ্নিত করবে?

 

২৯. বাজারজাতকরণ পরিবেশ অধ্যায়ন গুরুত্বপূর্ণ কেন?

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৩০. নতুন পণ্য ব্যর্থ হওয়ার কারণগুলো ব্যাখ্যা কর।

 

গ বিভাগ

১. কৌশলগত ব্যবসায় একক উন্নয়নের বিসিজি অ্যাপ্রোচ আলোচনা কর। ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশলের উপাদান গুলো আলোচনা কর। ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশলের নকশা প্রণয়ন কর।

 

২. কোম্পানির সামষ্টিক পরিবেশের প্রধান শক্তি গুলো আলোচনা কর। এই শক্তিগুলো কিভাবে বাজারজাতকরণ সিদ্ধান্তকে প্রভাবিত করে? ব্যাখ্যা কর। বাজারজাতকরণ পরিবেশের ব্যষ্টিক উপাদান গুলো কিভাবে বাজিজাতকরণ কার্যাবলীর উপর প্রভাব সৃষ্টি করে ব্যাখ্যা কর।

 

৩. বাজারজাতকরণ তথ্য ব্যবস্থাপনার উপাদান গুলো বর্ণনা কর। বাজারজাতকরণ গবেষণার বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৪. বাজারজাতকরণে নৈতিকতা কাকে বলে? বাজারজাতকরণে নৈতিকতার ভূমিকা বর্ণনা কর।

 

৫. বাজার বিভক্তিকরণ বলতে কী বোঝায়? বাজার বিভক্তি করনের স্তরসমূহ আলোচনা কর। কার্যকর বাজার বিভক্তিকরনের আবশ্যকীয় শর্ত গুলো কি কি?

 

৬. টেকসই বাজারজাতকরণের সংজ্ঞা দাও। টেকসই বাজারজাতকরণের উদ্দেশ্যে ভোক্তা কার্যক্রম সমূহ আলোচনা কর।টেকসই বাজারজাতকরণের নীতিগুলো ব্যাখ্যা কর।

 

৭. ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা আলোচনা কর। ক্রেতাদের নিকট থেকে ভ্যালু অর্জনের কৌশল সমূহ আলোচনা কর। বাজারজাতকারী কিভাবে ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে পারে।

 

৮. বাজারজাতকরণের সামাজিক দায়িত্ব বলতে কি বুঝায়? বাজারজাতকরণের সামাজিক দায়িত্ব পালনের পক্ষে যুক্তি দেখাও।

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৯. বাজারজাতকরণ মিশ্রণ বলতে কী বোঝ? বাজারজাতকরণ মিশ্রণের উপাদানসমূহ আলোচনা কর।

 

১০. বাজার অবস্থান গ্রহণ বলতে কি বুঝ? বাজার অবস্থান গ্রহণের কৌশল সমূহ আলোচনা কর।

 

১১. মূল্য নির্ধারণে ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদান সমূহ আলোচনা কর। মূল্য নির্ধারণে প্রধান প্রধান বিবেচ্য বিষয় সমূহ আলোচনা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১২. ভোগ্য পণ্য বলতে কি বুঝ? ভোগ্য পণ্যের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ভোগ্য পণ্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।

 

৩. ভোক্তার আচরণের সংজ্ঞা দাও। ভোক্তার ক্রয় আচরণের একটি সহজ মডেল তৈরি কর। ভোক্তার ক্রয় আচরণে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ আলোচনা কর।

 

১৪. বণ্টনপ্রণালী বলতে কি বুঝ? ভোগ্য পণ্যের বন্টনপ্রণালীর বর্ণনা দাও। ভোগ্য পণ্যের ভাগজাতকরণে বিবেচ্য বিষয় সমূহ বর্ণনা কর।

 

১৫.  বাজারজাতকরণ ব্যবস্থাপনা দর্শন বা মতবাদ বলতে কী বোঝ? বাতজাতকরণ ব্যবস্থাপনার দর্শনগুলো আলোচনা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১৬. ব্যবসায়ের বিনিয়োগের তালিকা বিশ্লেষণের বহুল প্রচলিত বোস্টন কনসাল্টিং গ্রুপ অ্যাপ্রোচ আলোচনা কর।

 

১৭. খুচরা ব্যবসায় কি? খুচরা ব্যবসায়ের শ্রেণীবিভাগ বর্ণনা কর। বাংলাদেশে খুচরা ব্যবসায়ের প্রবণতা আলোচনা কর।

 

১৮. পণ্য উন্নয়ন বলতে কী বোঝ? নতুন পণ্য উন্নয়নের গুরুত্ব আলোচনা কর। নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়াসমূহ ব্যাখ্যা কর।

 

১৯. পণ্যের জীবন চক্র কি? পণ্যের জীবন চক্রের বিভিন্ন পর্যায়ে গৃহীত বাজার করণ কৌশলসমূহ ব্যাখ্যা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

২০. নতুন সস্রাবদের বাজারজাতকরণ চ্যালেঞ্জ কি? কোম্পানীগুলো এবং বাজারজাতকারিগণ কিভাবে এগুলো মোকাবেলা করছে? বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বাজারজাতকরণের ভূমিকা আলোচনা কর।

 

[বি:দ্র: খ বিভাগ -এর প্রশ্ন খ বিভাগে/ গ বিভাগ এর প্রশ্ন খ বিভাগে আসতে পারে।]

নিজের সাজেশন নিজে করাই উত্তম। আমার প্রচেষ্টা তোমাকে সামান্য সহযোগিতা করা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *