সৈয়দ মুজতবা আলী, চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ

সৈয়দ মুজতবা আলী

(১৩ সেপ্টেম্বর ১৯০৪ – ১১ ফেব্রুয়ারি ১৯৭৪)

 

✓একজন বিংশ শতকী বাঙালি সাহিত্যিক।

 

কবি পরিচিতি: জসীম উদ্দীন -BCS সহ সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

 

✓তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা।

 

✓তিনি তার ভ্রমণকাহিনির জন্য বিশেষভাবে জনপ্রিয়।

 

✓বহুভাষাবিদ সৈয়দ মুজতবা আলীর রচনা একই সঙ্গে পাণ্ডিত্য এবং রম্যবোধে পরিপুষ্ট।

 

জন্ম: ১৩ সেপ্টেম্বর, ১৯০৪, করিমগঞ্জ, ভারত।

 

মৃত্যু: ১১ ফেব্রুয়ারি, ১৯৭৪, টাকা।

 

ছদ্মনাম: সত্যপীর, ওমর খৈয়াম, টেকচাদ,  প্রিয়দর্শী প্রভৃতি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *