Company Law suggestion, Hons 3rd year exam-2021/কোম্পানি আইন সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

Company Law suggestion

 Hons 3rd year exam-2021

কোম্পানি আইন সাজেশন

অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

 

ক বিভাগ

১। ন্যূনতম চাঁদা পরিশোধের সময় কত?

 

উত্তর বিবরণপত্র প্রকাশের ১৮০ দিন বা বিবরণপত্রে নির্দিষ্ট চাঁদা পরিশোধের মেয়াদ শেষ হওয়ার ৪০ দিন এই দুইয়ের যেটি আগে তার মধ্যে নুন্যতম চাঁদা পরিশোধ করতে হয়।

 

১।‌’বিধিবদ্ধ কোম্পানি’ কাকে বলে?

 

উত্তর : দেশের আইন পরিষল বা পার্লামেন্টে বিশেষ আইনের মাধ্যমে কোনো কোম্পানি গঠিত হলে তাকে বিধিবদ্ধ কোম্পানি বলে।

 

৩। বিবরণ পত্রের বিকল্প বিবরণী কী?

 

উত্তর। যে ক্ষেত্রে শেয়ার মূলধন বিশিষ্ট কোনো কোম্পানি নিবন্ধকের নিকট বিবরণপত্র বা ইস্যু না করে ১৯৯৪ সালের কোম্পানি আইনের তফসিল-৪ অনুযায়ী যে বিবরণীপত্র পেশ করতে হয় তাকে বিবরণী পত্রের বিকল্প বিবরণী বলে।

 

৪। পরিচালক সভায় প্রক্সি অনুমোদন আছে কী?

 

৫। বার্ষিক সাধারণ সভা কী?

 

উত্তর : যৌথমূলধনী কোম্পানিতে প্রত্যেক আর্থিক বছরের শেষে শেয়ারহোল্ডারদের যে সভা অনুষ্ঠিত হয়, তাই বার্ষিক সাধারণ সভা।

 

 

৬। রিসিভার কে?

 

উত্তর : কোম্পানি ঋণপত্রের আসল বা সুদ প্রদানে ব্যর্থ হলে জামিন চুক্তির শর্ত মোতাবেক বা আদালতের নির্দেশক্রমে যে ব্যক্তিকে নিয়োগ করা হয় তাকে তত্ত্বাবধায়ক বা রিসিভার বলে।

 

৭। কোম্পানির নামের শেষে ‘লিমিটেড’ শব্দ লেখা হয় কেন?

 

উত্তর: কোম্পানির নামের শেষে লিমিটেড শব্দটি ব্যবহার করার অর্থ হলো সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের দার সা অর্থাৎ যারা কোম্পানির শেয়ার ক্রয় করবে তারা শুধুমাত্র শেয়ারের আঙ্কিক মূল্য পর্যন্ত কোম্পানির নিকট দায়বদ্ধ থাকবে।

 

৮। এই উপমহাদেশে সর্বপ্রথম প্রবর্তিত কোম্পানি আইনের নাম কী?

 

উত্তর : ১৯১৩ সালের কোম্পানি আইন।

 

Management Accounting Suggestions, Hons 3rd Year Exam 2021, Management Department

 

৯। বাংলাদেশে কত সালের কোম্পানি আইন কার্যকর রয়েছে?

 

উত্তর : বাংলাদেশে কত সালের কোম্পানি আইন কার্যকর রয়েছে ১৯৯৪ সালের।

 

১০।  কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা কী?

 

উভয় । কৃত্রিম ব্যক্তিস্বত্বা বলতে এমন এক প্রকার স্বত্ত্বাকে বুঝায় যেখানে ব্যক্তি না হয়েও কোম্পানি আইনগতভাবে হাতির মর্যাদা লাভ করে এবং নিজ নামে সকল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে।

 

১১।‌ কোম্পানির প্রবর্তক কে?

 

উত্তর : কোম্পানি গঠনের প্রথম অবস্থায় যে সকল ব্যক্তি পদক্ষেপ গ্রহণ করে তাদেরকে প্রবর্তক বলে।

 

১২। ন্যূনতম চাঁদা কী?

 

উত্তর: যে পরিমাণ শেয়ার বিক্রয় হলে কোম্পানি ব্যবসায় আরম্ভ করতে পারে তাকে ন্যূনতম চাঁদা বা মূলধন বলে।

 

অথবা,

 

পাবলিক লিমিটেড কোম্পানির কার্যারঞ্জের পূর্বে প্রাথমিক ও অন্যান্য কতগুলো খরচ মেটানোর জন্য শেয়ার ক্রয়ের আবেদনে সংগৃহীত ন্যূনতম যে পরিমাণ পুঁজি সংগ্রহের বিধান পরিচালকদের দ্বারা পরিমেল নিয়মাবলিতে এবং বিবরণপত্রে উল্লেখ থাকে, তাকেই ন্যূনতম পুঁজি বা ন্যূনতম চাঁদা বলে।

 

১৩।‌‌ মূলধন সঞ্চিতি কাকে বলে?

 

উত্তর : কোম্পানির অর্জিত নিট মুনাফার অংশ বিশেষ পরিচালক পর্ষদের সভার সিদ্ধান্ত বলেতহবিল গঠনের লক্ষ্য নিয়ে সংরক্ষণ করা হলে তাকে মূলধন সঞ্চিতি বলে।

 

৪৫ তম BCS প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ও সমাধান

 

১৪।  বোনাস শেয়ার কী?

 

উত্তর : সঞ্চিত তহবিলের অর্থ শেয়ারহোল্ডারদে মধ্যে বিনামূল্যে শেয়ার হিসাবে বণ্টন করা হলে তাকে বোনাস শেয়ার বলে।

 

১৫। বিধিবদ্ধ সভা বলতে কি বুঝ?

 

উত্তর : কোম্পানি আইনের ৮৩ ধারা মোতাবেক প্রত্যেক কোম্পানির নিবন্ধন প্রাপ্তির ৩০ দিন হতে ১৮০ দিনের মধ্যে বাধ্যতামূলকভাবে যে সভা আহব্বান করা হয় তাকে বিধিবদ্ধ সভা বলে।

 

১৬। কোরাম কী?

 

উত্তর : কোনো সভার কার্যাবলি পরিচালনার জন্য যে সর্বনিম্ন সংখ্যক সদস্যের উপস্থিতি কাম্য তাকে কোৱাম বা গণপূর্তি সংখ্যা বলে।

 

১৭।‌ বিধিবদ্ধ প্রতিবেদন কাকে বলে?

 

উত্তর : কোম্পানির প্রয়োজনে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তি বা পক্ষকে সভার কার্যবিবরণী সম্পর্কিত তথ্য বা উপাত্ত রিপোর্ট প্রেরণ করার প্রক্রিয়াকে বিধিবদ্ধ প্রতিবেদন বলে।

 

১৮। প্রক্সি কী?

 

উত্তর : কোনো শেয়ার মালিকের পক্ষে কোম্পানির সাধারণ সভায় ভোটদান প্রতিনিধিকে কোম্পানি আইনে প্রক্সি/ভোটদান প্রতিনিধি বলে।

 

১৯। কার্যারম্ভের অনুমতিপত্র কী?

 

উত্তর : কোম্পানি নিবন্ধকের নিকট যে অনুমতিপত্র পাওয়ার পর পাবলিক লিমিডেট কোম্পানি ব্যবসায়ের কার্য আরম্ভ করতে পারে তাকে কার্যারম্ভের অনুমতিপত্র বলে।

 

২০। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ন্যূনতম কতজন পরিচালক থাকে?

 

উত্তর : ন্যূনতম ২ জন পরিচালক থাকতে হয়।

 

২১। সনদপ্রাপ্ত কোম্পানি কি?

 

উত্তর । কোম্পানি আইন প্রণয়নের পূর্বে ইংল্যান্ডের যে সকল ব্যবসায় প্রতিষ্ঠান রাজকীয় ঘোষণার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে সে সকল ব্যবসায় প্রতিষ্ঠানকে সনদপ্রাপ্ত কোম্পানি বলে।

 

২২। পাবলিক লিমিটেড কোম্পানিতে কতজন পরিচালক থাকে?-

 

উত্তর : পাবলিক লিমিটেড কোম্পানিতে কমপক্ষে ৩ জন পরিচালক থাকে।

 

২৩।‌ ‘নিবন্ধন পত্র’ কি?

 

উত্তর : যে পত্রের মাধ্যমে কোম্পানি অস্তিত্ব লাভ করে তাকে মূলত নিবন্ধন পত্র বলে।

 

২৪। বিবরণপত্র কি?

 

উত্তর : পাবলিক লিমিটেড কোম্পানি তার যাবতীয় তথ্যাবলি যে দলিল বা পত্রের মাধ্যমে প্রচার করে জনসাধারণকে শেয়ার বা ঋণপত্র ক্রয়ের আহ্বান করে তাকে বিবরণপত্র বলে।

 

২৫। অবলেখক কে?

 

উত্তর : যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ডিবেঞ্চার স্টক ইত্যাদি বিক্রয়ের খুঁটি ও অনিশ্চয়তার হাত থেকে কোম্পানিকে রক্ষা করার জন্য চুক্তি সাপেক্ষে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক এসব বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করাকে অবলেখন বা দায় গ্রহণ বলা হয়।

 

২৬।‌ মুলতবি সভা কি?

 

উত্তর : মুলতবি বলতে এমন পদক্ষেপকে বুঝায় যা দ্বারা ভবিষ্যতে কোন তারিখ পর্যন্ত সভার কার্য স্থগিত রাখা হয়।

 

২৭।‌ অবসায়ন কাকে বলে?

 

উত্তর : সাধারণত যার তত্ত্বাবধানে কোম্পানির বিলোপসাধন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে অবসায়ক বলে।

 

২৮।  পরিচালকদের যোগ্যতাসূচক শেয়ার কী?

 

উত্তর : পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক হতে হলে কোন ব্যক্তিকে যে পরিমাণ শেয়ার ক্রয় করতে হয় তাকে পরিচালকদের যোগ্যতাসূচক শেয়ার বলে।

 

২৯। কোন ধরনের কোম্পানি বিবরণপত্র ইস্যু করাতে পারে?

 

উত্তর : পাবলিক লি. কোম্পানি বিবরণপত্র ইসু করতে পারে।

 

৩০। বোনাস শেয়ার কী?

 

উত্তর : কোম্পানি কর্তৃক শেয়ারহোল্ডারকে লভ্যাংশ আকারে যে শেয়ার প্রদান করা হয় তাকে বোনাস শেয়ার বলে।

 

অথবা,

সঞ্চিত তহবিলের অর্থ শেয়ারহোল্ডারনে মধ্যে বিনামূল্যে শেয়ার হিসাবে বন্টন করা হলে তাকে বোনাস শেয়ার বলে।

 

৩১। শেয়ার ওয়োরেন্ট/পরোয়ানা কী?

 

উত্তর : শেয়ার ওয়ারেন্ট হলো পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক প্রদত্ত একটি দলিল যার বলে এর ধারক বা বাহক ওয়ারেন্টে উল্লিখিত শেয়ার বা স্টকের স্বত্ব অর্জন করে।।

 

৩২।  বিকল্প পরিচালক কে?

 

উত্তর : কোম্পানি আইন অনুযায়ী বিশেষ সিদ্ধান্তের ভিত্তিতে পরিচালক পর্ষদ কর্তৃক পরিচালকের পাশাপাশি যদি কোন অতিরিক্ত  পরিচালক নিয়োগ দেওয়া হয় তিনিই বিকল্প পরিচালক।

 

৩২। বন্ধকী ঋণপত্র কী?

 

উত্তর কোনো সম্পত্তি জামানত রেখে ঋণপত্র গ্রহণ করা হলে তাকে বন্ধকি পত্র বলে।

 

৩৩।  এজেন্ডা বলতে কী বোঝায়?

 

উত্তর : ভবিষ্যতে কোনো সতা বা অধিবেশনে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়ে তার একটি সুপ্রভার তালিকা বা ক্রমবিবরণীকে এজেতা বা আলোচ্য সূচি বলে।

 

৩৪।  পরিশোধযোগ্য ঋণপত্র কী?

 

উত্তর : নির্দিষ্ট সময় শেষে কোম্পানি ঋণ পরিশোধ করবে, এমন প্রতিশ্রুতি নিয়ে স্বর্ণপত্র বিলি করলে তাকে পরিশোধ্য ঋণপত্র বলে।

 

৩৫। পরিমেল নিয়মাবলি কী?

 

উত্তর : যে দলিলে কোম্পানির অভ্যন্তরীণ কাজ পরিচালনা সংক্রান্ত নিয়মাবলি ও বিধিসমূহ লিপিবদ্ধ থাকে তাকে পরিমেল নিয়মাবিল বলে।

 

৩৬। অধিকার শেয়ার কী?

 

উত্তর: কোম্পানির বর্তমান শেয়ারহোল্ডারদের মধ্যে নতুন যে শেয়ার আনুপাতিক হারে ভাগ করে দেয়া হয় তাকে রাইট শেয়ার ব অর্থাৎ যে শেয়ার বণ্টনে বর্তমান শেয়ারহোল্ডারদের অধিকারকে গুরুত্ব দেয়া হয় তাকে রাইট শেয়ার বলে।

 

৩৭। শেয়ার সার্টিফিকেট কী?

 

উত্তর : কোম্পানির সিলমোহরকৃত যে সার্টিফিকেটে কোম্পানির মালিকানার প্রমাণপত্র এবং উক্ত মালিকানা হস্তান্তরের সুবিধা প্রদান করা হয় তাকেই শেয়ার সার্টিফিকেট বলে।

 

৩৮। ক্ষমতা বহির্ভূত ঋণ কী?

 

উত্তর : স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলির ক্ষমতার বাইরে কোম্পানি ঋণ গ্রহণ করলে তাকে ক্ষমতা বহির্ভূত ঋণ হিসেবে গণ্য করা হয় এবং তা আইনের দৃষ্টিতে বাতিল বলে গণ্য হবে।

 

৩৯। ঋণপত্র কী?

 

উত্তর : পাবলিক লিমিটেড কোম্পানি অতিরিক্ত মূলধনের প্রয়োজনে যে দলিলপত্র ইস্যু করে জনসাধারণের কাছ থেকে সুদের বিনিময়ে ঋণ গ্রহণ করে তাকে ঋণপত্র বলে।

 

৪০। স্টক কী?

 

উত্তর : কোম্পানি মোট বিলিকৃত মূলধন সংগ্রহের পর লেনদেনের সুবিধার্থে সম্পূর্ণ বা আংশিক শেয়ার মূলধনকে কতকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে, এরূপ বিভক্তিকৃত প্রতিটি অংশকে স্টক বলা হয় ।

 

৪১। স্মারকলিপি কী?

 

উত্তর : কোম্পানির যে সনদ কোম্পানির কার্য পরিধি ও কার্যক্ষমতা নির্দেশ করে, যা শেয়ারহোল্ডার এবং তৃতীয় পক্ষের সাথে কোম্পানির সম্পর্ক রচনা করে এবং যাতে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্যের প্রকৃতি, দায়-দায়িত্বের প্রকৃতি, মূলধনের পরিমাণ ইত্যাদি উল্লেখ থাকে তাকে স্মারকলিপি বলে ।

 

৪২। কে কোম্পানির পরিচালক হতে পারে না?

 

উত্তর : যে কোনো বিধিবদ্ধ সংস্থা, সমিতি বা অংশীদারি ফার্ম পরিচালক হতে পারে না ।

 

৪৩। পরিচালক পর্ষদ কাকে বলে?

 

উত্তর : শেয়ারহোল্ডারদের প্রত্যক্ষ ভোটে কোম্পানির সাধারণ সভায় নির্বাচিত ব্যক্তিবর্গ প্রত্যেকে এককভাবে পরিচালক হিসেবে এবং সমষ্টিগতভাবে পরিচালক পর্ষদ বলে।

 

৪৪। সংরক্ষিত মূলধন কী?

 

উত্তর : কোন সীমাবদ্ধ দায়সম্পন্ন কোম্পানি বিশেষ প্রস্ত াবের মাধ্যমে তলবি মূলধনের অংশবিশেষ কেবল কোম্পানির বিলোপসাধন ছাড়া আদায় করা হবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এরূপ অ-তলবকৃত মূলধনের অংশকে সংরক্ষিত মূলধন বলে।

 

৪৫। শেয়ার বাজেয়াপ্তকরণ বলতে কী বুঝ?

 

উত্তর : শেয়ার আবণ্টনের অর্থ বা তলবি অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে না পারলে সদস্যপদ বাতিলসহ শেয়ার বাতিলকে শেয়ার বাজেয়াপ্তকরণ বলা হয় ।

 

৪৬। সাধারণ প্রবর্তক কে?

 

উত্তর : কোনো নির্দিষ্ট প্রকল্প অনুযায়ী কোম্পানি গঠনের কাজ সম্পাদন করে যিনি এটাকে বাস্তবে রূপদান করেন তিনিই প্রবর্তক।

 

৪৭। বিলম্বিত শেয়ার কাকে বলে?

 

উত্তর : যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ প্রাপ্তি ও বিলোপকালে সবার শেষে সুযোগ পায় তাকে বিলম্বিত শেয়ার বলে ।

 

৪৮। কোম্পানির তত্ত্ববধায়ক বা অবসায়ক বলতে কী বুঝ?

 

উত্তর : অবসায়ক সম্পর্কে কোম্পানি আইনের ২৫৫(১) ধারায় বলা হয়েছে, কোম্পানি অবলুপ্তির কার্যধারা পরিচালনা এবং আদালত কর্তৃক আরোপিত তদসংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য আদালত সরকারি রিসিভার ব্যতীত এক বা একাধিক ব্যক্তিকে নিয়োগ করতে পারবে, যাদেরকে তত্ত্বাবধায়ক বলা হবে।

 

৪৯। তলবকৃত মূলধন বলতে কী বুঝায়?

 

উত্তর : বিলিকৃত মূলধনের যে অংশ পরিশোধ করতে শেয়ারহোল্ডারদের ইতোমধ্যে বলা হয়েছে তাই তলবি মূলধন।

 

 

খ বিভাগ

১. প্রবর্তকদের মিথ্যা বর্ণনা বা বিবৃতির ফলাফল লিখ।

 

২. স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলী মধ্যে পার্থক্য লিখ

 

৩. কোম্পানি শেয়ার মূলধন বৃদ্ধির উপায় বর্ণনা কর।

 

৪. ঋণপত্র ধারকের অধিকারগুলো আলোচনা কর।

 

[বাংলা একাডেমিতে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র/Bangla Academy recruitment exam question]

 

৫. কোরাম ও কোরাম সংক্রান্ত নিয়মাবলী আলোচনা কর।

 

৬. কোম্পানির সসীম দায় বলতে কী বোঝ?

 

৭. হোল্ডিং কোম্পানি ও সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে পার্থক্য লিখ।

 

(কপি রাইট এর আওতাধীন হতে পারে)

 

৮. স্মারকলিপির আইনগত প্রভাব ব্যাখ্যা কর।

 

৯. বিধিবদ্ধ সভা ও বার্ষিক সাধারণ সভার মধ্যে পার্থক্য দেখাও।

 

১০. ঋণপত্র কি? এর বৈশিষ্ট্য আলোচনা কর।

 

১১. বিবরণ পত্র ইস্যু না করার ক্ষেত্রে কোম্পানির দায়িত্ব আলোচনা কর।

 

(কপি রাইট এর আওতাধীন হতে পারে)

১২. কোন দলিলকে কোম্পানি জন্ম সনদ বলা হয় এবং কেন?

 

১৩. কোম্পানির পরিচালক কিভাবে নিয়োগ করা হয়?

 

১৪. একটি বৈধ কোম্পানি সভার শর্তাবলী উল্লেখ কর।

 

[মাস্টার্স(MBA) ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা/Masters Management department book list-Nu]

 

১৫. ঋণপত্র ধারকের অধিকারগুলো আলোচনা কর।

 

১৬. প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য আলোচনা কর।

(কপি রাইট এর আওতাধীন হতে পারে)

 

১৭. কিভাবে একটি পাবলিক কি কোম্পানিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রুপান্তর করা যায়?

 

১৮. ব্যবস্থাপনা প্রতিনিধির কার্যাবলী আলোচনা কর।

 

১৯. ঋণপত্র ইস্যু সংক্রান্ত নিয়মাবলী বর্ণনা কর।

 

২০. কোম্পানির সংঘবিধি/পরিমেল নিয়মাবলী কিভাবে পরিবর্তন করা যায়?

 

২১. কোম্পানিতে পরিচালকদের আইনগত অবস্থা বর্ণনা কর।

 

[Operation Management suggestion, Hons 3rd year exam-2021/কার্য ব্যবস্থাপনা সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১]

 

২২. বিভিন্ন প্রকার ঋণপত্রের উল্লেখ কর।

 

(কপি রাইট এর আওতাধীন হতে পারে)

 

২৩. পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্য আরম্ভের অনুমতি পত্র সংগ্রহ করতে হয় কেন? ব্যাখ্যা কর।

 

২৪. আদালত কর্তৃক বাধ্যতামূলক কোম্পানির বিলোপ সাধন পদ্ধতি আলোচনা কর।

 

২৫. পরিমেল নিয়মাবলীর আইনগত তাৎপর্য ব্যাখ্যা কর।

 

গ বিভাগ

১. প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে? প্রাইভেট লিমিটেড কোম্পানি কিভাবে গঠন করা যায়?

 

২. যৌথমূলধনী কোম্পানি কাকে বলে? কোম্পানির বৈশিষ্ট্য/ সুবিধা অসুবিধা আলোচনা কর। কোম্পানির গঠন প্রণালী আলোচনা কর। যৌথমূলধনী কোম্পানির উপযুক্ত ক্ষেত্রসমূহ আলোচনা কর।

 

[Taxation in Bangladesh question, Hons 2nd year exam 2021/বাংলাদেশের করবিধি প্রশ্ন, অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২১]

 

৩. শেয়ার মূলধন কাকে বলে? কোম্পানি শেয়ার মূলধনের শ্রেণীবিভাগ আলোচনা কর। কোম্পানির তহবিল সংগ্রহ উৎস সমূহ বর্ণনা কর।

 

৪. শেয়ার হস্তান্তর কি? শেয়ার হস্তান্তর সংক্রান্ত আইনের বিধানগুলো বর্ণনা কর।/কোম্পানির শেয়ার হস্তান্তর পদ্ধতি বর্ণনা কর।

 

৫. পরিচালক পর্ষদ কি? পরিচালক পর্ষদের কার্যাবলী আলোচনা কর।

 

৬. বিবরণ পত্র কি বিবরণ পত্রে? কি কি বিষয় অন্তর্ভুক্ত করা উচিত?/ কোম্পানি আইন অনুযায়ী বিবরণ পত্রের বিষয়বস্তু আলোচনা কর।

 

[Marketing Management suggestion, Hons 3rd year exam-2021/বাজারজাতকরণ ব্যবস্থাপনা সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১]

 

৭. বিবরণ পত্রের মিথ্যা বিবৃতি বলতে কী বোঝ? বিবরণ পত্রের মিথ্যা বিবৃতির দায় সংক্রান্ত আইনের বিধানসমূহ আলোচনা কর।

 

৮. শেয়ার কাকে বলে? শেয়ারের বৈশিষ্ট্য উল্লেখ কর। কোন শ্রেণীর শেয়ার  সর্বোৎকৃষ্ট এবং কেন? শেয়ার মালিকের অধিকারগুলো বিবৃত কর।

 

 

৯. স্বেচ্ছাকৃত অবসায়ন কি? কি কি পরিস্থিতিতে কোম্পানির স্বেচ্ছাকৃত অবসায়ন ঘটে?

 

[বিসিএস (BCS) প্রস্তুতি, বাংলা ভাষা ও সাহিত্য]

 

১০. কোম্পানি অবসারণ অবসায়ন/ বিলোপ সাধনের উপায় সমূহ /পদ্ধতি সমূহ কি কি? কখন আদালত একটি কোম্পানির বাধ্যতামূলক বিলোপ সাধনের আদেশ দিতে পারে? বাধ্যতামূলক অবসায়নের ফলাফল আলোচনা কর।

(কপি রাইট এর আওতাধীন হতে পারে)

 

১১. কোম্পানি সভা কি? কোম্পানির বিভিন্ন প্রকার সভা সম্পর্কে আলোচনা কর।

 

১২. বার্ষিক সাধারণ সভা কাকে বলে? বার্ষিক সাধারণ সভার কার্যাবলী আলোচনা কর। কোম্পানির সাধারণ সভা অনুষ্ঠান সংক্রান্ত নিয়মাবলী বর্ণনা কর।

 

 

১৩. কোম্পানি পরিচালকের সংজ্ঞা দাও। কোম্পানি পরিচালক অপসারণের বিধানসমূহ বর্ণনা কর। পরিচালক পথ কিভাবে শূন্য হয়?

 

(কপি রাইট এর আওতাধীন হতে পারে)

১৪. কোম্পানির নিবন্ধন বলতে কী বোঝ? কোম্পানির নিবন্ধন পত্র কিভাবে সংগ্রহ করা যায়?

 

১৫. বিদেশি কোম্পানির সংজ্ঞা দাও। কিভাবে একটি বিদেশি কোম্পানি এ দেশে চালু করা যায়?

 

১৬. পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে? পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য/সুবিধা ও অসুবিধা/ গুরুত্ব আলোচনা কর। প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কিভাবে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যায়?

 

বি:দ্র: খ বিভাগ এর প্রশ্ন গ বিভাগ এ অথবা গ বিভাগ এর প্রশ্ন খ বিভাগে আসতে পারে।

 

বি:দ্র: নিজের সাজেশন নিজে করাই উত্তম। আমার সাজেশন ১০০% কমনের নিশ্চয়তা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *