Company Law suggestion, Hons 3rd year exam-2021/কোম্পানি আইন সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

Company Law suggestion

 Hons 3rd year exam-2021

কোম্পানি আইন সাজেশন

অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১

খ বিভাগ

১. প্রবর্তকদের মিথ্যা বর্ণনা বা বিবৃতির ফলাফল লিখ।

 

২. স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলী মধ্যে পার্থক্য লিখ

 

৩. কোম্পানি শেয়ার মূলধন বৃদ্ধির উপায় বর্ণনা কর।

 

৪. ঋণপত্র ধারকের অধিকারগুলো আলোচনা কর।

 

[বাংলা একাডেমিতে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র/Bangla Academy recruitment exam question]

 

৫. কোরাম ও কোরাম সংক্রান্ত নিয়মাবলী আলোচনা কর।

 

৬. কোম্পানির সসীম দায় বলতে কী বোঝ?

 

৭. হোল্ডিং কোম্পানি ও সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে পার্থক্য লিখ।

 

(কপি রাইট এর আওতাধীন হতে পারে)

 

৮. স্মারকলিপির আইনগত প্রভাব ব্যাখ্যা কর।

 

৯. বিধিবদ্ধ সভা ও বার্ষিক সাধারণ সভার মধ্যে পার্থক্য দেখাও।

 

১০. ঋণপত্র কি? এর বৈশিষ্ট্য আলোচনা কর।

 

১১. বিবরণ পত্র ইস্যু না করার ক্ষেত্রে কোম্পানির দায়িত্ব আলোচনা কর।

 

(কপি রাইট এর আওতাধীন হতে পারে)

১২. কোন দলিলকে কোম্পানি জন্ম সনদ বলা হয় এবং কেন?

 

১৩. কোম্পানির পরিচালক কিভাবে নিয়োগ করা হয়?

 

১৪. একটি বৈধ কোম্পানি সভার শর্তাবলী উল্লেখ কর।

 

[মাস্টার্স(MBA) ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা/Masters Management department book list-Nu]

 

১৫. ঋণপত্র ধারকের অধিকারগুলো আলোচনা কর।

 

১৬. প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য আলোচনা কর।

(কপি রাইট এর আওতাধীন হতে পারে)

 

১৭. কিভাবে একটি পাবলিক কি কোম্পানিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রুপান্তর করা যায়?

 

১৮. ব্যবস্থাপনা প্রতিনিধির কার্যাবলী আলোচনা কর।

 

১৯. ঋণপত্র ইস্যু সংক্রান্ত নিয়মাবলী বর্ণনা কর।

 

২০. কোম্পানির সংঘবিধি/পরিমেল নিয়মাবলী কিভাবে পরিবর্তন করা যায়?

 

২১. কোম্পানিতে পরিচালকদের আইনগত অবস্থা বর্ণনা কর।

 

[Operation Management suggestion, Hons 3rd year exam-2021/কার্য ব্যবস্থাপনা সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১]

 

২২. বিভিন্ন প্রকার ঋণপত্রের উল্লেখ কর।

 

(কপি রাইট এর আওতাধীন হতে পারে)

 

২৩. পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্য আরম্ভের অনুমতি পত্র সংগ্রহ করতে হয় কেন? ব্যাখ্যা কর।

 

২৪. আদালত কর্তৃক বাধ্যতামূলক কোম্পানির বিলোপ সাধন পদ্ধতি আলোচনা কর।

 

২৫. পরিমেল নিয়মাবলীর আইনগত তাৎপর্য ব্যাখ্যা কর।

 

গ বিভাগ

১. প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে? প্রাইভেট লিমিটেড কোম্পানি কিভাবে গঠন করা যায়?

 

২. মূলধনী কোম্পানি কাকে বলে? কোম্পানির বৈশিষ্ট্য/ সুবিধা অসুবিধা আলোচনা কর। কোম্পানির গঠন প্রণালী আলোচনা কর। যৌথমূলধনী কোম্পানির উপযুক্ত ক্ষেত্রসমূহ আলোচনা কর।

 

[Taxation in Bangladesh question, Hons 2nd year exam 2021/বাংলাদেশের করবিধি প্রশ্ন, অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২১]

 

৩. শেয়ার মূলধন কাকে বলে? কোম্পানি শেয়ার মূলধনের শ্রেণীবিভাগ আলোচনা কর। কোম্পানির তহবিল সংগ্রহ উৎস সমূহ বর্ণনা কর।

 

৪. শেয়ার হস্তান্তর কি? শেয়ার হস্তান্তর সংক্রান্ত আইনের বিধানগুলো বর্ণনা কর।/কোম্পানির শেয়ার হস্তান্তর পদ্ধতি বর্ণনা কর।

 

৫. পরিচালক পর্ষদ কি? পরিচালক পর্ষদের কার্যাবলী আলোচনা কর।

 

৬. বিবরণ পত্র কি বিবরণ পত্রে? কি কি বিষয় অন্তর্ভুক্ত করা উচিত?/ কোম্পানি আইন অনুযায়ী বিবরণ পত্রের বিষয়বস্তু আলোচনা কর।

 

[Marketing Management suggestion, Hons 3rd year exam-2021/বাজারজাতকরণ ব্যবস্থাপনা সাজেশন, অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১]

 

৭. বিবরণ পত্রের মিথ্যা বিবৃতি বলতে কী বোঝ? বিবরণ পত্রের মিথ্যা বিবৃতির দায় সংক্রান্ত আইনের বিধানসমূহ আলোচনা কর।

 

৮. শেয়ার কাকে বলে? শেয়ারের বৈশিষ্ট্য উল্লেখ কর। কোন শ্রেণীর শেয়ার  সর্বোৎকৃষ্ট এবং কেন? শেয়ার মালিকের অধিকারগুলো বিবৃত কর।

 

 

৯. স্বেচ্ছাকৃত অবসায়ন কি? কি কি পরিস্থিতিতে কোম্পানির স্বেচ্ছাকৃত অবসায়ন ঘটে?

 

[বিসিএস (BCS) প্রস্তুতি, বাংলা ভাষা ও সাহিত্য]

 

১০. কোম্পানি অবসারণ অবসায়ন/ বিলোপ সাধনের উপায় সমূহ /পদ্ধতি সমূহ কি কি? কখন আদালত একটি কোম্পানির বাধ্যতামূলক বিলোপ সাধনের আদেশ দিতে পারে? বাধ্যতামূলক অবসায়নের ফলাফল আলোচনা কর।

(কপি রাইট এর আওতাধীন হতে পারে)

 

১১. কোম্পানি সভা কি? কোম্পানির বিভিন্ন প্রকার সভা সম্পর্কে আলোচনা কর।

 

১২. বার্ষিক সাধারণ সভা কাকে বলে? বার্ষিক সাধারণ সভার কার্যাবলী আলোচনা কর। কোম্পানির সাধারণ সভা অনুষ্ঠান সংক্রান্ত নিয়মাবলী বর্ণনা কর।

 

 

১৩. কোম্পানি পরিচালকের সংজ্ঞা দাও। কোম্পানি পরিচালক অপসারণের বিধানসমূহ বর্ণনা কর। পরিচালক পথ কিভাবে শূন্য হয়?

 

(কপি রাইট এর আওতাধীন হতে পারে)

১৪. কোম্পানির নিবন্ধন বলতে কী বোঝ? কোম্পানির নিবন্ধন পত্র কিভাবে সংগ্রহ করা যায়?

 

১৫. বিদেশি কোম্পানির সংজ্ঞা দাও। কিভাবে একটি বিদেশি কোম্পানি এ দেশে চালু করা যায়?

 

১৬. পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে? পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য/সুবিধা ও অসুবিধা/ গুরুত্ব আলোচনা কর। প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কিভাবে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যায়?

 

বি:দ্র: খ বিভাগ এর প্রশ্ন গ বিভাগ এ অথবা গ বিভাগ এর প্রশ্ন খ বিভাগে আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *