বিসিএস (BCS) প্রস্তুতি, বাংলা ভাষা ও সাহিত্য
বিসিএস প্রস্তুতি
বাংলা ভাষা ও সাহিত্যঃ ২০০ প্রশ্ন ও উত্তর
১। ছন্দের যাদুকর বলা হয় কাকে?
– সত্যেন্দ্রনাথ দত্ত।
২। প্রতিদান কবিতাটির রচিয়তা কে?
– জসীমউদ্দীন।
৩। পুকুরে মাছ আছে। কোন কারকে কোন বিভক্তি?
– অধিকরণে ৭মী।
৪। বাংলা ভাষায় প্রথম উপন্যাস কোনটি?
– আলালের ঘরের দুলাল।
৫। সূর্য দীঘল বাড়ি- উপন্যাসের লেখক কে?
– আবু ইসহাক।
৬। কোনটি মনসা মঙ্গলের চরিত্র?
– লক্ষিন্দর।
(কপি রাইট এর আওতাধীন হতে পারে।)
৭। বাক্যের অপরিহার্য পদ কোনটি?
– ক্রিয়াপদ।
৮। অলিন্দ শব্দের অর্থ কি?
– বারান্দা।
৯। সে স্কুলে গিয়েছে।-বাক্যটি —
– পুরাঘটিত বর্তমান।
১০। চাঁদ কোন শ্রেণির শব্দ?
– তদ্ভব।
১১। অনুতাপ কোন সমাস?
– অব্যয়ীভাব সমাস।
১২। ওরা কদম আলী- নাটকটির রচিয়তা কে?
– মামুনুর রশীদ।
১৩। কত বঙ্গাব্দে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য আবিষ্কৃত হয়?
– ১৩১৬ বঙ্গাব্দে।
১৪। চণ্ডীমঙ্গল কাব্য কে রচনা করেন?
– মুকুন্দরাম।
(কপি রাইট এর আওতাধীন হতে পারে)
১৫। যুগ সন্ধিক্ষণের কবি?
– ঈশ্বরচন্দ্র গুপ্ত।
১৬। বসন্তে ফুল ফুটে। বাক্যে বসন্ত কোন কারক?
– অধিকরণ কারক।
১৭। কোনটি ইংরেজি উপসর্গ?
– ফুল।
১৮। গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ?
– তৎপুরুষ।
১৯। কাজটা ভালো দেখায় না- এ বাক্যের ‘দেখায়’ ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ?
– কর্মবাচ্যের ধাতু।
২০। বাক্যে ব্যহহৃত শব্দকে বলা হয়–
– পদ।
২১। লেবেদেফ নাটকটির রচিয়তা কে?
– মামুনুর রশীদ।
২২। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেককে কি বলে?
– সমস্যমান পদ।
২৩। অবাক্ষ জলে নেমে স্নান। এর এক কথায় কি হবে?
– অবগাহন।
২৪। আষাঢ়ে বৃষ্টি নামে- এখানে “আষাঢ়ে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
– অধিকরনে ৭মী।
(কপি রাইট এর আওতাধীন হতে পারে)
২৫। হারামণি কোন সমাস?
– কর্মধারয় সমাস।
২৬। পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে কি বলে?
– লাইব্রেরি।
২৭। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
– রাত্রিশেষ।
(কপি রাইট এর আওতাধীন হতে পারে)
২৮। ‘মনোরঞ্জিকা’ পত্রিকার সম্পাদক কে?
– কৃষ্ণচন্দ্র মজুমদার।
২৯। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?
– যৌগিক স্বর।
৩০। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ রচনা কোনটি?
– শ্রীকান্ত।
৩১। আনারস কোন শব্দ?
– পর্তুগীজ।
৩২। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন?
– উইলিয়াম কেরি
৩৩। রায় গুণাকর কার উপাধি?
– ভারতচন্দ্র।
৩৪। বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
– ৬টি।
৩৫। বিচরণ শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
– গতি।
৩৬। গীতিকাকে ইংরেজিতে কি বলা হয়?
– ব্যালাড।
(কপি রাইট এর আওতাধীন হতে পারে)
৩৭। বিদ্যাপতি কোন ভাষার কবি?
– ব্রজবুলি।
৩৮। একা এবং কয়েকজন কর লেখা?
– সুনীল গঙ্গোপাধ্যায়।
৩৯। বাংলা সাহিত্যে আধুনিকতার উদ্যোক্তা কে?
– মাইকেল মধুসূদন দত্ত।
৪০। বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য কোনটি?
– মেঘনাদবধ কাব্য।
৪১। স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়?
– রঙ্গলাল বন্দোপাধ্যায়।
৪২। মৃন্ময়ী চরিত্রটি কোন ছোটগল্পের?
– সমাপ্তি।
৪৩। শান্তিপুরের কবি বলা হয় কাকে?
– মোজাম্মেল হক।
৪৪। রবীন্দ্রনাথের প্রথম কাব্য ‘বনফুল’ প্রকাশিত হয় কোন পত্রিকায়?
– জ্ঞানাঙ্কুর।
৪৫। ভারতী পত্রিকার সম্পাদকের নাম কি?
– দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।
(কপি রাইট এর আওতাধীন হতে পারে)
৪৬। ‘চাষাভুষার কাব্য’ কার সাহিত্যকর্ম?
– নির্মলেন্দু গুণ।
৪৭। বাংলা ভাষার প্রথম মুসলিম কবির নাম কি?
– শাহ মুহম্মদ সগীর।
৪৮। বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন কে?
– ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৪৯। ‘কেউ কিছু বলতে পারেনা’ নাটকটি অনুবাদ করেছেন কে?
– মুনীর চৌধুরী।
৫০। কোন আমলে বাংলা গজল ও সুফী সাহিত্যের সৃষ্টি হয়?
– হোসেন শাহী।
৫১। সর্বহারা কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
– ১৯২৬।
৫২। ‘নতুন চাঁদ’ কাব্যটির রচিয়তা কে?
– কাজী নজরুল ইসলাম।
৫৩। ‘জাল’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
– ১৯৮৮।
৫৪। ‘রাণী খালের সাঁকো’ কাব্যগ্রন্থের রচিতয়তা কে?
– আহসান হাবীব।
৫৫। বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক হিসেবে খ্যাত কে?
– সৈয়দ শামসুল হক।
(কপি রাইট এর আওতাধীন হতে পারে)
৫৬। বাংলা উপন্যাসের স্থপতি কে?
– বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৫৭। ‘কাশ বনের কন্যা’ কোন জাতীয় রচনা?
– উপন্যাস।
৫৮। ‘কবর’ নাটকের উপজীব্য বিষয় কি?
– ভাষা আন্দোলন।
৫৯। জহির রায়হান কত সালে জন্মগ্রহণ করেন?
– ১৯৩৫ সালের ১৯ আগস্ট।
৬০। ‘খোয়াবনামা’ উপন্যাসের রচিয়তা কে?
– আখতারুজ্জামান ইলিয়াস।
৬১। ‘ঠিকানা’ কবিতার রচিয়তা কে?
– আতোয়ার রহমান।
৬২। ‘লাইলী মজনু’ কাব্যের মূল উৎস কি?
– আরবীয় লোকগাঁথা।
৬৩। পুঁথি সাহিত্য বলতে বুঝায়-
– ইসলামী চেতনা সম্পর্কিত সাহিত্য।
৬৪। ‘মেঘদূত’ কাব্য কার রচনা?
– মহাকবি কালিদাস।
৬৫। ‘সিন্ধু-হিন্দোল’ হল–
– প্রেমের কবিতা।
৬৬। ‘পদ্মাবতী’ পুঁথি প্রথম সম্পাদনা করেন কে?
– ড. মুহম্মদ এনামুল হক।
৬৭। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত বাংলা বাংলা গ্রন্থের সংখ্যা কত?
– ১৩টি।
৬৮। ‘বনফুল’ কাব্যটি প্রকাশিত হবার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিলো-
– ১৫ বছর।
৬৯। শিশু পত্রিকা ‘আঙ্গুর’ সম্পাদনা করেন কে?
– ড. মুহম্মদ শহীদুল্লাহ।
৭০। ‘ঠাকুর মার ঝুলির’ রচিয়তা কে?
– শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
৭১। আল মাহমুদ রচিত বিখ্যাত কথা সাহিত্য কোনটি?
– পানকৌড়ির রক্ত।
৭২। বাংলা কবিতায় আধুনিক কবিতার প্রবর্তক কে?
– মাইকেল মধুসূদন দত্ত।
(কপি রাইট এর আওতাধীন হতে পারে)
৭৩। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
– বিয়ে পাগলা বুড়ো।
৭৪। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস কি?
– রামায়ণ।
৭৫। ‘আবোল তাবোল’ কে রচনা করেন?
– সুকুমার রায়।
৭৬। বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় কখন?
– ১৮৫২ সালে।
৭৭। ‘সংশপ্তক’ কার রচনা?
– শহীদুল্লা কায়সার।
৭৮। ‘বাঙ্গালির ইতিহাস’ বইটির লেখক কে?
– নীহাররঞ্জন রায়।
৭৯। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
– বসন্ত কুমারী।
৮০। ‘হুতোম- প্যাঁচার নকশা’র রচিয়তা কে?
– কালীপ্রসন্ন সিংহ।
(কপি রাইট এর আওতাধীন হতে পারে)
৮১। রবীন্দ্রনাথ নোবেল পুরুষ্কার পান কোন গ্রন্থের জন্য?
– song offerings।
৮২। চোখের বালি কোন ধরনের উপন্যাস?
– দ্বন্দ্বমূলক উপন্যাস।
৮৩। ‘ব্যথার দান’ হল-
– গদ্যকাব্য।
৮৪। ‘রাজলক্ষ্মী’ চরিত্রটি কোন উপন্যাসের?
– শ্রীকান্ত।
৮৫। ‘জয়যাত্রা’ কবিতাটির রচিয়তা কে?
– আব্দুল কাদির।
৮৬। ‘পূর্বাশার আলো’ কথাটির অর্থ কি?
– নতুন স্বপ্ন ও সম্ভাবনা।
৮৭। ‘কালকূট’ কোন লেখকের ছদ্মনাম?
– সমরেশ বসু।
৮৮। বাংলা সাহিত্যে প্রাচীন যুগ শুরু হয় কোন
রাজত্বকাল থেকে?
– পাল রাজত্বকাল।
৮৯। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন?
– বসন্ত।
৯০। হে দারিদ্র তুমি মোরে করেছ মহান
তুমি মোরে দানিয়াছ খ্রীস্টের সমান
কণ্টক মুকুট শোভা। —- কোন কবির রচিয়তা ?
– কাজী নজরুল ইসলাম।
(কপি রাইট এর আওতাধীন হতে পারে)
৯১। কপোতাক্ষ নদ কবিতায় যে সম্বোধনসূচক শব্দ ব্যবহার করা হয়েছে?
– হে নদ।
৯২। সুন্দর ব্যবহার একটি–
– প্রবন্ধ।
৯৩। এটিকেট কথার অর্থ-
– মার্জিত আচরণ।
৯৪। দুরন্ত পথিক কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে নেওয়া?
– রিক্তের বেদন।
৯৫। ‘নোলক’ কবিতাটি রচনা করেছেন?
– আল মাহমুদ।
৯৬। ‘চাঁদের অমাবস্যা’ কার রচনা?
– সৈয়দ ওয়ালিউল্লাহ।
৯৭। ‘শেষ বিকেলের মেয়ে’ উপন্যাসের লেখক কে?
– জহির রায়হান।
৯৮। সেলিনা হোসেনের উপন্যাস—
– পোকামাকড়ের ঘর বসতি।
৯৯। ‘খেলারাম খেলে যা’ উপন্যাসের রচয়িতা কে ?
– সৈয়দ শামসুল হক।
১০০। সোনালি কাবিন রচনা করেন-
– আল মাহমুদ।
১০১। আলাউদ্দীন আল আজাদের উপন্যাস—
– তেইশ নম্বর তৈল চিত্র (১৯৬০)।
১০২। “রাইফেল রোটি আওরাত” কার লেখা?
– আনোয়ার পাশা।
(কপি রাইট এর আওতাধীন হতে পারে)
১০৩। ”রেখা চিত্র” আবুল ফজলের কোন ধরনের রচনা?
– আত্মজীবনীমূলক।
১০৪। ‘দত্তা’ কার লেখা?
– শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১০৫। শ্রীকান্ত কার লেখা এবং কয়টি খণ্ড?
– শরৎচন্দ্রচট্টোপাধ্যায়,এবং ৪টি খণ্ড।
১০৬। শামসুর রাহমানের বিখ্যাত কাব্য_____
– প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে।
(কপি রাইট এর আওতাধীন হতে পারে)
১০৭। ‘শেষের কবিতা’ কি?
– উপন্যাস।
(কপি রাইট এর আওতাধীন হতে পারে)
১০৮। রমনা পার্কে’ কার লেখা?
– নীলিমা ইব্রাহিম।
১০৯। “উত্তম পুরুষ” কার রচনা?
– রশীদ করিম।
১১০। “প্রেমের সমাধী’কে লিখেছেন?
– মজিবর রহমান।
১১১। কাঁটাতারে প্রজাপতী’কার রচনা?
– সেলিনা হোসেন।
১১২। পথের দাবী’কে লিখেছেন ?
– শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১১৩। ‘অভয়া’কোন উপন্যাসের চরিত্র?
– শ্রীকান্ত।
১১৪। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস?
– বউ ঠাকুরাণীর হাট।
১১৫। মৃত্যু ক্ষুধা কার লেখা?
– কাজী নজরুল ইসলাম।
১১৬। পুতুল নাচের ইতিকথা,পদ্মানদীর মাঝি, জননী, কার লেখা?
– মানিক বন্দ্যোপাধ্যায়
(কপি রাইট এর আওতাধীন হতে পারে)
১১৭। অমিত,লাবন্য,ও কেটি কোন উপন্যাসের চরিত্র?
– শেষের কবিতা।
১১৮। প্রথম সার্থক উপন্যাস কোনটি?
– দুর্গেশনন্দিনী’বঙ্কিমচন্দ্রচটোপাধ্যায়।
১১৯। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?
– সপ্তম শতাব্দী।
১২০। পানিনি রচিত গ্রন্থের নাম কি?
– ব্যাকরণ অষ্টাধয়ী।
১২১। পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন
– সংস্কৃত ভাষা।
১২২। বাংলা ভাষার মূল উৎস কোনটি?
– বৈদিক।
১২৩। বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি?
– শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
১২৪। বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত?
– ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী।
১২৫। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে?
– খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।
১২৬। ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়?
– প্রাচীন গ্রন্থ ঋগেদের মন্ত্রগুলোতে।
১২৭। বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে?
– আধুনিক যুগে।
১২৮। ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল?
– পাঁচ হাজার বছর।
১২৯। আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যের ভাষার নাম কি?
– বৈদিক ও সংস্কৃত ভাষা।
(কপি রাইট এর আওতাধীন হতে পারে)
১৩০। প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় ?
– উপমেয়।
১৩১। বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কি কি?
– প্রচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য।
১৩২। কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত?
– আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন।
১৩৩। কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?
– ব্যাকরণবিদ পানিনির হাতে।
১৩৪। সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?
– খ্রিষ্টপূর্ব ৪০০ দিকে।
১৩৫। কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে?
– খ্রিষ্টপূর্ব ৮০০ খ্রীঃ দিকে বৈদিক ভাষা বির্বতনকালীণ সময়ে জনসাধারন যে ভাষায় নিত্য নতুন কথা বলত।
১৩৬। প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কি?
– অপভ্রংশ।
১৩৭। সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভর কোন অপভ্রংশ থেকে কোন সময় কালে?
– পূর্ব ভারতে প্রচলিত মাগবী অপভ্রংশ এবং খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়।
১৩৮। ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে?
– গৌড় অপভ্রংশ থেকে।
১৩৯। কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?
– মাগধী প্রাকৃত।
।
১৪০। প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি?
– তিনটি।
১৪১। বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি?
– তিনটি।
১৪২। বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর?
– ইন্দো -ইউরোপী গোষ্ঠীর।
১৪৩। কোন যুগে বাংলা লিপির গঠনকার্য স্থায়ীরূপ লাভ করে?
– প্রাচীন যুগে।
১৪৪। বাংলার প্রথম মুদ্রন প্রতিষ্ঠানের নাম কি ?
– শ্রীরামপুর মিশন।
১৪৫। কত সালে ‘শ্রীরামপুর মিশন’ প্রতিষ্ঠিত হয় ?
– ১৮০০ খ্রিষ্টাব্দে।
১৪৬। বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভদ ঘটেছে ?
– সিংহলী, শ্যামী, নবদ্বীপি, তিব্বতী ইত্যাদি।
১৪৭। বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে ?
– খ্রিঃ দশম ও একাদশ শতাব্দীর মধ্যে।
১৪৮। ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বর্নমালা থেকে বাংলা বর্নমালার উৎপত্তি ?
– পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে।
১৪৯। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি?
– খরোষ্ঠী লিপি।
১৫০। ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ কয়টি?
– দুইটি।
১৫১। খ্রিষ্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ন পাওয়া যায়?
– সম্রাট অশোক।
১৫২। বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?
– কুটিল লিপি।
১৫৩। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি ?
– খরোষ্ঠী লিপি।
১৫৪। কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয় ?
– সেন যুগে।
১৫৫। কোন কোন লিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান ?
– উড়িষ্যা মৈথিলি ও আসামী লিপির উপর।
১৫৬।বাংলা গদ্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে-?
– সাময়ীক পত্র।
১৫৭। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি?
– চর্যাপদ।
১৫৮। চর্যাপদ রচনা করেন কারা ?
– বৌদ্ধ সিদ্ধাচার্যগণ।
১৫৯। চর্যাপদ কোন যুগের নিদর্শন?
– আদি/ প্রাচীন যুগ।
১৬০। চর্যাপদের পুঁথিকে কোথা কে এবং কখন আবিস্কার করেন?
– মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭।
১৬১। চর্যাপদের রচনা কাল কত?
– সপ্তম -দ্বাদশ শতাব্দী।
১৬২। চর্যাপদ কোন ভাষায় রচিত হয়?
– বঙ্গকামরুপী ভাষায়।
১৬৩। চর্যাপদ কোথায় পাওয়া যায়?
– নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে।
১৬৪। টীকাকার মুনিদত্তের মতানুসারে চর্যাপদের নাম কি ?
– আশ্চর্য চর্যাচয়।
১৬৫। নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলির কি নাম দেযা হয়েছে ?
– চর্যাচর্য বিনিশ্চয়।
১৬৬। বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার?
– মুন্ডা ভাষার।
১৬৭। কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে?
– ব্রহ্মী লিপি।
১৬৮। ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ও কি কি?
– দুইটি ক. খরোষ্ঠী, খ. বাহ্মী।
১৬৯। ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলা বলে?
– ব্রাহ্মী লিপি।
১৭০। চর্যাপদের ভাষাকে কে বাংলা ভাষা দাবি করেছেন?
– অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যয়।
১৭১। আধুনিকের পন্ডিতগণের মতে, নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি ?
– চর্যাগীতি কোষ।
১৭২। চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয় নি ?
– ১১ সংখ্যক পদ।
১৭৩। কত বঙ্গাব্দে চর্যাপদ প্রথম প্রকাশিত হয়?
– ১৩২৩ বঙ্গাব্দে
১৭৪। পুরাণ কোন ভাষায় রচিত?
– সংস্কৃত
১৭৫। চণ্ডীমঙ্গলের আদি কবি কে?
– মানিক দত্ত
১৭৬। ‘ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট ’ এই ইটকে বাংলা ভাষায় বলে
– বর্ণ
১৭৭। ষড়ঋতু এর সন্ধি বিচ্ছেদ
– ষট্ + ঋতু
১৭৮৷ অপমান শব্দের অপ উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়—
– বিপরীত
১৭৯। ইচ্ছা শব্দের বিশেষণ —
– ঐচ্ছিক
১৮০। নিশীথ রাতে বাজছে বাঁশী। নিশীথ শব্দটি—
– বিশেষণ
১৮১। যা বলা হয়নি–
– অনুক্ত
১৮২। গুরু শব্দের স্ত্রী লিঙ্গ কি?
– গুর্বী
১৮৩। বাংলা ভাষায় ধাতুর গণ কয়টি?
– ২০ টি
১৮৪। গোঁফ খেজুরে বাগধারার অর্থ
– নিতান্ত অলস
১৮৫। রাবনের চিতা অর্থ হল—
– চির অশান্তি
১৮৬। পহেলা বৈশাখ চালু করেন
– সম্রাট আকবর
১৮৭। হনন করার ইচ্ছা —
– জিঘাংসা
১৮৮। কোনগুলো শিশ ধ্বনি?
– শ,স,ষ
১৮৯। আভরন শব্দের অর্থ –
– অলংকার
১৯০। নন্দিত নরকে যাঁর উপন্যাস
– হুমায়ুন আহমেদ
১৯১। চলিত ভাষার প্রবর্তক রূপে খ্যাত কে?
– প্রমথ চৌধুরী
১৯২। হাসনাহেনা কোন ভাষার শব্দ?
– জাপানি
১৯২। অপলাপ শব্দের অর্থ
– অস্বীকার
১৯৩। প্রত্যয়গতভাবে শুদ্ধ —
– উৎকর্ষ, উৎকৃষ্ট, উৎকৃষ্টতা,
১৯৪। পুণ্যে মতি হোক। পুণ্যে শব্দটি কি অর্থে ব্যবহৃত?
– বিশেষ্য রুপে ব্যবহৃত
১৯৫। সমাস ভাষাকে কি করে?
– সংক্ষেপ করে
১৯৬। তিনি দরিদ্র কিন্তু খুব উদার — কোন ধরণের বাক্য
– যৌগিক বাক্য
১৯৭। বচন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
– রূপতত্ত্ব
১৯৮। যে ব্যক্তির দুহাত সমান চলে
– সব্যসাচী
(কপি রাইট এর আওতাধীন হতে পারে)
১৯৯। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোন শব্দটির?
– ননদ
২০০। পদ মূলত কত প্রকার?
– ২ প্রকার
সংগৃহীত