তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT), অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ৪, ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)

অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 অধ্যায় ৪ (ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML)

১. ওয়েব সাইট কী? (রাজশাহী বোর্ড -২০১৯)

উত্তর: ওয়েবসাইট হলো ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোন কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যেখানে এক বা একাধিক ওয়েব পেইজ সংরক্ষণ করে রাখা যায় ।

অথবা, একটি ওয়েব সাইট হচ্ছে ওয়েব পাতা এবং সম্পর্কিত বিষয়বস্তুর একটি সংগ্রহ যা একটি সাধারণ ডোমেইন নাম দ্বারা চিহ্নিত করা হয় এবং অন্তত একটি ওয়েব সার্ভারে প্রকাশিত হয়। যেমন- google.com, amazon.com এবং rsbeducation.com.

 

২. ওয়েব পেইজ (Web page) কী?

উত্তর: ওয়েব পেইজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) ও  ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারের জন্য উপযুক্ত। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেইজ বলে।

(কপি রাইট এর আওতাধীন হতে পারে)

 

৩. ব্রাউজার কী? (যশোর বোর্ড-২০১৯)

উত্তর: যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা ওয়েব পেইজ (web page) বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে।

অথবা, ওয়েব বা ইন্টারনেটে কাজ করার জন্য যে বিশেষ সফটওয়্যার ব্যবহারের প্রয়োজন হয় সেগুলোকে ওয়েব সফটওয়্যার বা ব্রাউজার বলা হয়।

 

(কপি রাইট এর আওতাধীন হতে পারে)

 

৪. সার্চ ইঞ্জিন কী? (কুমিল্লা বোর্ড -২০১৯)

উত্তর: সার্চ ইঞ্জিন হচ্ছে একটি সফটওয়্যার টুল যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) থেকে ইনফরমেশন খুঁজে বের করে। যেমন: Google, Yahoo, Bing ইত্যাদি।

 

৫. হাইপারলিংক (Hyperlink) কী? (বরিশাল ও দিনাজপুর বোর্ড-১৯)

উত্তর: হাইপারলিংক হচ্ছে একটি ওয়েব পেইজের কোন একটি অংশের সাথে বা কোন পেইজের সাথে অন্যান্য পেইজের সংযোগ স্থাপন করা।

(কপি রাইট এর আওতাধীন হতে পারে)

৬. FTP কী? (ঢাকা বোর্ড -২০১৯)

উত্তর:ফাইল ট্রান্সফার প্রোটোকল (File Transfer Protocol) একটি স্ট্যান্ডার্ড যোগাযোগ প্রোটোকল যা কম্পিউটার নেটওয়ার্কে একটি সার্ভার থেকে ক্লায়েন্ট কম্পিউটারে ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়।

৭. <hr> কী? ( সিলেট বোর্ড-১৯)

উত্তর: ওয়েব পেইজে আনুভূমিক রেখা তৈরি করার জন্য <hr> ট্যাগ ব্যবহার করা হয়। এটি একটি এম্পটি ট্যাগ। এই ট্যাগের কোন শেষ ট্যাগ প্রয়োজন নেই।

৮. আইপি  অ্যাড্রেস (IP address ) কী? (চট্টগ্রাম বোর্ড-১৯)

উত্তর: কম্পিউটার নেটওয়ার্ককে প্রতিটি ডিভাইসের ( যেমন- কম্পিউটার, মোবাইল ইত্যাদি) জন্য যে পরিচিতি বা আইডেন্টিটি থাকে তাকে আইপি অ্যাড্রেস (Internet Protocol Address-IP Address) বলে।

(কপি রাইট এর আওতাধীন হতে পারে)

 

বি:দ্র: ভুল ত্রুটি সংশোধনযোগ্য।

অন্যান্য অধ্যায়ের প্রশ্ন, উত্তর ও অন্যান্য তথ্য পেতে ওয়েব সাইট টি ফলো করুন এবং শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *