বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ ১০ টি উক্তি

বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ ১০ টি উক্তি

যে কোন চাকরির পরিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

 

১। “মানুষ মরে গেলে পচে যায় ,বেঁচে থাকলে বদলায়…”

— রক্তাক্ত প্রান্তর, মুনির চৌধুরী

 

২. “প্রণমিয়া পাটনী কহিল জোর হাতে

আমার সন্তান যেন থাকে দুধে ভাতে”

—– অন্নদামঙ্গল কাব্য (ভারতচন্দ্র রায়গুনাকর)

 

৩. ‘অভাগা যদ্যপি চায় সাগর

শুকায়ে যায়’

মুকুন্দরাম।

 

৪. সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন/হউক

দূর অকল্যাণ সফল অশোভন।’

——-শেখ ফজলল করিম।

 

৫. “আমারে নিবা মাঝি লগে???…”

পদ্মা নদীর মাঝি”

—-মানিক বন্দ্যোপাধ্যায়

 

৬. ‘যে জন দিবসে মনের হরষে জালায় মোমের বাতি’

——(সদ্ভাব শতক)- কৃষ্ণচন্দ্র মজুমদার

 

৭. ‘পাখি সব করে রব রাতি পোহাইল।”-

মদনমোহন তর্কালঙ্কার

 

৮. ‘সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী,

রেখেছ বাঙালী করে মানুষ করনি।’

—– রবীন্দ্রনাথ ঠাকুর

 

৯. ‘স্বাধীনতা হীনতায়

কে বাঁচিতে চায় হে’

— রঙ্গলাল মুখপাধ্যায়।

 

১০. ‘চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত

বেদন বুঝিতে পারে?”

– কৃষ্ণচন্দ্র মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *