স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ৫/History of the Emergence of Independent Bangladesh, Super Brief Questions and Answers, Chapter 5

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

 অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

অধ্যায় ৫ : (সামরিক শাসন)

 

১. সামরিক শাসন কী?

উত্তর: সামরিক শাসন বলতে সামরিক বাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরোক্ষ নিয়ন্ত্রণ বা সোজাসুজি ক্ষমতা করায়ত্ত করাকে বুঝায়।

অথবা, দেশের সশস্ত্র সামরিক বাহিনী বেসামরিক প্রশাসনকে বিতাড়িত করে নিজেরাই যখন রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব দখল করে তখন তাকে সামরিক শাসন বলে সামরিক শাসন আমলে রাষ্ট্র সামরিক আইন দ্বারা পরিচালিত হয়।

 

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস থেকে কমন উপযোগী গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

২. পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন কে?

উ: ইস্কান্দার মির্জা।

 

৩. পাকিস্তানে প্রথম কত সালে সামরিক শাসন জারি করা হয়?

উত্তর: ১৯৫৮ সালের ৭ অক্টোবর।

 

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ৮/History of the Emergence of Independent Bangladesh, Super Brief Questions and Answers, Chapter 8, Election of 1970

 

৪. মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন?

উত্তর: প্রেসিডেন্ট আইয়ুব খান।

 

৫. কখন মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করা হয়?

উত্তর: ১৯৫৯ সালের ২৭ অক্টোবর।

 

৬. মৌলিক গণতন্ত্রের স্তর কয়টি?

উত্তর: ৪ টি।

 

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ৪/History of the Emergence of Independent Bangladesh, Super Brief Questions and Answers, Chapter 4

 

৭. মৌলিক গণতন্ত্রে ভোটাধিকার ছিল কত জনের?

উত্তর: ৮০,০০০ জনের।

 

৮. কোন আন্দোলনের ফলে আইয়ুব খানের পতন হয়?

উত্তর: ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান।

 

৯. আইয়ুব খানের পতন হয় কত সালে?

উত্তর: ১৯৬৯ সালের ২৫ শে মার্চ।

 

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ১০/History of the Emergence of Independent Bangladesh, Super Brief Questions and Answers, Chapter 10

 

১০. আইয়ুব খান গঠিত শিক্ষা কমিশনের নাম কী?

উত্তর: শরীফ খান শিক্ষা কমিশন।

 

বি:দ্র: ভুল ত্রুটি সংশোধনযোগ্য।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *