Introduction to Business suggestion, Hons 1st year exam-2021/ব্যবসায় পরিচিতি সাজেশন, অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২১

 Introduction to Business suggestion

 Hons 1st year exam-2021

ব্যবসায় পরিচিতি সাজেশন

 অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২১

খ বিভাগ

১. ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলতে কি বুঝায়?

 

২. অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার পরিনাম উল্লেখ কর/অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের পরিণাম আলোচনা কর।

 

৩. কার্যারম্ভের অনুমতি পত্র কী?

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৪. শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য লিখ।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৫. ভোক্তা সমবায় সমিতির সুবিধা ও অসুবিধা লিখ।

 

 

৬. রাষ্ট্রীয় ব্যবসায় গঠনের পক্ষে ও বিপক্ষে যুক্তি দেখাও।

 

 

৭. বৈদেশিক বাণিজ্যে “বৈদেশিক বিনিময় বিল”- এর ব্যবহার ব্যাখ্যা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৮. বিদেশে পণ্য রপ্তানি পদ্ধতি আলোচনা কর।

 

 

৯. অংশীদারি ব্যবসার প্রকারভেদ দেখাও।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১০. বাণিজ্যের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা কর।

 

 

১১. বণিক সভার উদ্দেশ্যসমূহ বিবৃত কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১২. রপ্তানি বাণিজ্যের গুরুত্ব আলোচনা কর।

 

 

১৩. প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য গুলো আলোচনা কর।

 

 

১৪. রাষ্ট্রীয় ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র সমূহ উল্লেখ কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১৫. রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যাবলী বর্ণনা কর।

 

 

১৬. ব্যবসার মৌলিক নীতিসমূহ কি কি?

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১৭. ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশের উপাদানসমূহ আলোচনা কর।

 

১৮. ব্যবসায়ের কাম্য আয়তন বলতে কি বুঝায়?

 

 

১৯. সরকারি ও বেসরকারি ব্যবসায়ের মধ্যে পার্থক্য দেখাও।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

২০. সমবায় সমিতির উদ্দেশ্য/গুরুত্ব/সুবিধা লেখ।

 

 

২১. পাবলিক লিমিটেড কোম্পানি ও প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য দেখাও।

 

 

২২. স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলী মধ্যে পার্থক্য দেখাও।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

২৩. বিভাগীয় বিপণির সংজ্ঞা দাও।

 

 

২৪. ব্যবসায়, শিল্প, বাণিজ্য ও পণ্য বিনিময় এর সম্পর্ক আলোচনা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

২৫. অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদান গুলো বর্ণনা কর।

 

২৬. SWOT বিশ্লেষণ কী?

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

২৭. ব্যবসায় কি একটি পেশা?

 

 

২৮. বাংলাদেশের রপ্তানি উন্নয়নের বাধা/প্রতিবন্ধকতা সমূহ আলোচনা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

২৯. অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের মধ্যে পার্থক্য দেখাও।

 

৩০. পাইকারি ও খুচরা ব্যবসার মধ্যে পার্থক্য দেখাও।

 

গ বিভাগ

 

১. ব্যবসায় কাকে বলে? ব্যবসায়ের উদ্দেশ্যসমূহ বিবৃত কর একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসার ভূমিকা আলোচনা কর/ব্যবসায়ের সামাজিক গুরুত্ব আলোচনা কর। ব্যবসায়ের সফলতার অত্যাবশ্যকীয় শর্তাবলী বর্ণনা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

২. এক মালিকানা ব্যবসায় কাকে বলে? এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য উল্লেখ কর/এক মালিকানা ব্যবসায়ের সুবিধা/গুরুত্ব/জনপ্রিয়তার কারণ/ বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি টিকে থাকার কারণ ও অসুবিধা/ সীমাবদ্ধতা সমূহ আলোচনা কর। এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ আলোচনা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৩. ব্যবসায় সংগঠনের দক্ষতা বলতে কী বোঝায়? ব্যবসায় সংগঠনের দক্ষতা বিচারের পরিমাপ গুলো কী?

 

 

৪. অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু বর্ণনা কর। অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন পদ্ধতি বর্ণনা কর।

 

 

৫. অংশীদারি ব্যবসায় কিভাবে গঠিত হয়? বাংলাদেশের অংশীদারী ব্যবসায় অধিক জনপ্রিয় নয় কেন? অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য লিখ/অংশীদারি ব্যবসায়ের সুবিধা ও অসুবিধা আলোচনা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৬. পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে? পাবলিক কোম্পানির বৈশিষ্ট্যসমূহ কী কী? পাবলিক লিমিটেড কোম্পানির সুবিধা ও অসুবিধা আলোচনা করো। পাবলিক লিমিটেড কোম্পানিকে কিভাবে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যায়?

 

 

৭. সমবায় সমিতির সংজ্ঞা দাও সমবায় সমিতির নীতিগুলো বর্ণনা করো। সমবায় সমিতির অসুবিধা/ প্রতিবন্ধকতা আলোচনা কর। উৎপাদক সমবায় সমিতি ও ভোক্তা সমবায় সমিতির মধ্যে পার্থক্য আলোচনা কর।

 

 

৮. বাণিজ্য নীতি কাকে বলে? বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত মূল দলিলসমূহ বর্ণনা কর। বিদেশ থেকে বাংলাদেশে পণ্য আমদানি পদ্ধতি বর্ণনা কর। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমূহ উল্লেখ কর।

 

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৯. শেয়ার ক্রয়-বিক্রয়ের নিয়মাবলী বর্ণনা কর। শেয়ার বাজারে শেয়ার ও সিকিউরিটির মূল্য উঠানোর কারণ গুলো লিখ।

 

 

৯. যৌথ মূলধনী কোম্পানি কী? যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য গুলো আলোচনা কর। “যৌথ মূলধনী কোম্পানি কোম্পানি অন্যান্য ব্যবসায়ের তুলনায় উন্নত”- ব্যাখ্যা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

 

১০. কোম্পানির  চিরন্তন অস্তিত্ব বলতে কি বুঝ? যৌথ মূলধনী কোম্পানির গঠনের পদক্ষেপ সমূহ আলোচনা কর।

 

 

১১. কোম্পানির অবসান বলতে কি বুঝায়/বিলোপ সাধন বলতে কী বুঝায়? কোম্পানির বাধ্যতামূলক অবসানের পদ্ধতি আলোচনা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১২. পরিমেল বন্ধের/স্মারকলিপি র সংজ্ঞা দাও। পরিমেল বন্ধের ধারা সমূহ বর্ণনা কর।

 

 

১৩. শেয়ারের সংজ্ঞা দাও। শেয়ারের শ্রেণিবিভাগ আলোচনা কর/কোন শ্রেণীর শেয়ার সর্বোত্তম এবং কেন?

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১৪. বাংলাদেশের বিধিবদ্ধ সংস্থা ব্যবস্থাপনা সমস্যা সমূহ এবং সমাধানের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর।

 

বিঃদ্রঃ নিজের সাজেশন নিজে করাই উত্তম। আমার সাজেশন ১০০% কমনের নিশ্চয়তা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *