স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, অতি- সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-১
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
অতি- সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
অধ্যায়-১
দেশ ও জনগোষ্ঠীর পরিচয়
১. বাংলাদেশের আয়তন কত?
উত্তর: ১, ৪৭,৫৭০ বর্গ কি.মি.
২. ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি? (Nu-2014)
উত্তর: তিন ভাগে।
ক. টারশিয়ারী যুগের পাহাড় সমূহ ।
খ. প্লাইস্টোসিন যুগের সমূহ ও
গ. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
৩. বাংলাদেশের মধ্য দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে?
উত্তর: কর্কটক্রান্তি রেখা এবং ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা।
৪. বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে?
উত্তর: ক্রান্তীয় অঞ্চলে।
৫. বাংলাদেশের মোট সমুদ্র দৈর্ঘ্য কত?
উত্তর: ৭১১ কিলোমিটার।
(কপিরাইট এর আওতাধীন হতে)
৬. কক্সবাজারের সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?
উত্তর: ১৫৫ কিলোমিটার।
৭. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উত্তর: সেন্ট মার্টিন।
৮. বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
(Nu-2015)
উত্তর: তাজিংডং বা বিজয়।
RSBEDUCATION.COM
৯. প্রাচীন পুন্ড্রন গরের রাজধানী কোথায় ছিল?
উত্তর: মহাস্থানগড় (বগুড়া)।
১০. পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে?
(Nu-2015, 2017, 2019)
উত্তর: চাঁদপুরের নিকট।
১১. পদ্মা কোথায় যমুনার সাথে মিলিত হয়েছে?
উত্তর: গোয়ালন্দের নিকট।
১২. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর: বাংলাদেশ।
RSBEDUCATION.COM
১৩. বাংলাদেশের বৃহত্তম পাহাড়ের নাম কি?
উত্তর: ময়মনসিংহ জেলায় অবস্থিত গারো পাহাড়।
১৪. বাঙালিদের ওপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি? (Nu-2018)
উত্তর: অস্ট্রিক নরগোষ্ঠী।
১৫. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? (Nu- 2014, 2018, 2020)
উত্তর: ইন্দো- ইউরোপীয় ভাষা থেকে।
RSBEDUCATION.COM
১৬. কোন গ্রন্থের সর্বপ্রথম ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়? (Nu-2017)
উত্তর: বৈদিক সাহিত্য ‘ঋগ্বেদের’ ঐতরেয় আরণ্যক গ্রন্থে।
১৭. বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর: মেঘনা দৈর্ঘ্য (৬৬৯ কি.মি.)।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-২
১৮. চর্যাপদ কোথায় পাওয়া যায়?
উত্তর: নেপালের রাজ দরবারে।
RSBEDUCATION.COM
১৯. বাংলা ভাষার আদি /প্রাচীন নিদর্শনের নাম কি?
(Nu-2016, 2019)
উত্তর: চর্যাপদ।
২০. বাংলাদেশের সাংবিধানিক নাম কি? (Nu-2016)
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
[বিঃদ্রঃ ভুল ত্রুটি সংশোধনযোগ্য।]