BCS cadre list/বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর ক্যাডার পদের বর্তমান সংখ্যা

বিসিএস ক্যাডার কয় ধরনের?

বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার কতটি বা বি সি এস ক্যাডার কয়টি?

 

বিসিএস ক্যাডার সাধারণত তিন ধরনের হয়:

 

১। সাধারণ ক্যাডার (General Cadre)

 

২। শিক্ষা ক্যাডার(Education Cadre)

 

৩। টেকনিক্যাল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার (Technical or Professional Cadre)

 

বাক্যসংকোচন – বিসিএস (BCS) ও অন্যান্য চাকরির পরীক্ষায় বারবার এসেছে

 

সাধারণ ক্যাডার (General Cadre):

সাধারণ ক্যাডার -এ সবাই আবেদন করতে পারে। অর্থাৎ আপনি অনার্স যে বিষয়েই পড়েন না কেন সাধারণ ক্যাডার -এ আবেদন করতে পারবেন। অনার্স পাশকৃত সকলেই বিসিএস সাধারণ ক্যাডার -এ আবেদন করতে পারে। বিসিএস সাধারণ ক্যাডারগুলো নিম্নরূপ:

 

ক। পররাষ্ট্র

 

খ। প্রশাসন/ পুলিশ

 

গ। অডিট/ কাস্টমস/ ট্যাক্স

 

ঘ। তথ্য ও আনসার

 

ঙ। রেলওয়ে ও খাদ্য

 

চ। সমবায় ও পরিবার

 

শিক্ষা ক্যাডার (Education Cadre):

 

নির্দিষ্ট বিষয়ে পড়াশোনা করে সেই বিষয়ের শিক্ষকতার পেশায় নিজেকে নিয়োজিত করা যায় শিক্ষা ক্যাডার হয়ে। উদাহরণস্বরূপ ধরা যাক, আপনি যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন, এখন আপনি বিসিএস পরীক্ষা দিয়ে শিক্ষা ক্যাডার হয়ে সরকারি কোনো প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে যেতে পারবেন।

 

আপনি চাইলে শিক্ষা ক্যাডার এর পাশাপাশি সাধারণ ক্যাডারেও আবেদন করতে পারবেন।

 

টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার (Technical or Professional Cadre):

 

যারা নির্দিষ্ট বিষয়ে পড়াশোনা করেছেন যেমন চিকিৎসক, প্রকৌশলী ইত্যাদি তারা প্রফেশনাল ক্যাডার এ আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও প্রফেশনাল ক্যাডার -এ আবেদন করার পাশাপাশি সাধারণ ক্যাডার -এ আবেদন করা যায়।

 

বাক্যসংকোচন – বিসিএস (BCS) ও অন্যান্য চাকরির পরীক্ষায় বারবার এসেছে

 

বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার পদের বর্তমান সংখ্যা ২৭ টি।

 

২৭ টি ক্যাডার পদের নাম নিম্নরূপঃ

 

১। বিসিএস (প্রশাসন)- সাধারণ ক্যাডার

 

২। বিসিএস (খাদ্য)- সাধারণ ক্যাডার এবং প্রফেশনাল ক্যাডার

 

৩। বিসিএস (কৃষি)- টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার

 

৪। বিসিএস (বন)- টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার

 

৫। বিসিএস (মৎস্য)- টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার

 

বিসিএস (BCS) প্রস্তুতি, বাংলা ভাষা ও সাহিত্য

 

৬। বিসিএস (পশুপালন)- সাধারণ এবং

টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার

 

৭।বিসিএস (সাধারণ শিক্ষা)- টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার

 

৮।বিসিএস (কারিগরী শিক্ষা)- টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার

 

৯।বিসিএস (বাণিজ্য)- সাধারণ এবং টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার

 

১০।বিসিএস (পরিসংখ্যান)- টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার

 

পানি বিশুদ্ধকরণের পদ্ধতি/Method of water purification

 

১১।বিসিএস (গণপূর্ত)- টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার

 

১২।বিসিএস (জনস্বাস্থ্য ও প্রকৌশল)- টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার

 

১৩।বিসিএস (সড়ক ও জনপথ)- টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার

 

 

১৪।বিসিএস (নিরীক্ষা ও হিসাব)- সাধারণ ক্যাডার

 

১৫।বিসিএস (আবগারি ও শুল্ক )- সাধারণ ক্যাডার

 

১৬।বিসিএস (কর)- সাধারণ ক্যাডার

 

১৭।বিসিএস (পররাষ্ট্র বিষয়ক)- সাধারণ ক্যাডার

 

১৮।বিসিএস (স্বাস্থ্য)- টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার

 

১৯।বিসিএস (পরিবার পরিকল্পনা)- সাধারণ ক্যাডার

 

২০।বিসিএস (তথ্য)- সাধারণ ক্যাডার এবং টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার

 

২১।বিসিএস (ডাক)- সাধারণ ক্যাডার

 

২২।বিসিএস (পুলিশ)- সাধারণ ক্যাডার

 

২৩।বিসিএস (আনছার)- সাধারণ ক্যাডার

 

২৪।বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)- সাধারণ ক্যাডার এবং টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার

 

২৫।বিসিএস (রেলওয়ে প্রকৌশল)- টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার

 

২৬।বিসিএস (সমবায়)- সাধারণ ক্যাডার

 

২৭। বিসিএস (ইকোনমি)- সাধারণ ক্যাডার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *