ICT/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ১
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
অধ্যায় – ১
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্বা ও বাংলাদেশ লাদেশ প্রেক্ষিত
১. রোবোটিক্স কী? (ঢাকা, কুমিল্লা বোর্ড – ২০১৯)
উত্তর: প্রযুক্তির যে শাখায় রোবটের ডিজাইন, নির্মাণ এবং এর প্রয়োগ বিধি সম্পর্কে আলোচনা করা হয় তাকে রোবোটিক্স বলে।
২. প্লেজিয়ারিজম কী? (যশোর বোর্ড- ২০১৯)
উত্তর: অন্য কারো কাজ বা লেখাকে নিজের নামে ব্যবহার বা নিজের নামে প্রকাশ করাকে প্লেজিয়ারিজম বলে।
৩. বায়োমেট্রিক্স কী? (বরিশাল বোর্ড- ২০১৯)
উত্তর: বায়োমেট্রিক্স হচ্ছে এমন একটি প্রযুক্তি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয় ভাবে শনাক্ত/চিহ্নিত করা হয়।
৪. কৃত্রিম বুদ্ধিমত্তা কী? ( সিলেট বোর্ড-১৯)
উত্তর: মানুষের চিন্তাভাবনার অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিটাকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটার মাধ্যমে বাস্তবায়ন করাটাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা।