National Flag of Bangladesh/বাংলাদেশের জাতীয় পতাকা

বাংলাদেশের জাতীয় পতাকা

 

বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারীভাবে গৃহীত হয়।

 

National Flag of Bangladesh

The national flag of Bangladesh is a red circle within a green rectangle.  The green color symbolizes the green nature and youth of Bangladesh, the red color of the circle symbolizes the rising sun, the blood of the sacrificers in the war of independence.  This version of the national flag of Bangladesh was officially adopted on 17 January 1972.

১. বাংলাদেশের জাতীয় পতাকার রঙ গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত।

২. জাতীয় পতাকার দৈর্ঘ্যের ও প্রস্থের অনুপাত ১০ঃ৬।

৩. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার শিল্পী কামরুল হাসান।

৪. বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় ১৯৭২ সালের ১৭ জানুয়ারি।

৫. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় ২ মার্চ, ১৯৭১ সালে।

৬. জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিলেন ডাকসু ভিপি আ.স.ম আব্দুর রব।

৭. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *