Micro Economics suggestion Hons 1st year exam 2021/ব্যস্টিক অর্থনীতি সাজেশন অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২১

Micro Economics suggestion

Hons 1st year exam- 2021

ব্যষ্টিক অর্থনীতি সাজেশন

 অনার্স প্রথম বর্ষ পরীক্ষা -২০২১

ব্যবস্থাপনা বিভাগ

খ বিভাগ

১. সম্পদের বৈশিষ্ট্য গুলো আলোচনা কর।

 

 

২. চাহিদা বিধি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।

 

৩. যোগান ও মজুদের মধ্যে পার্থক্য লিখ।

 

৪. নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য উল্লেখ কর।

 

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

 

৫. উৎপাদন অপেক্ষক বলতে কী বোঝ?

 

৬. দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে কেন এনভেলাপ রেখা বলা হয়?

 

৭. চাহিদার মূল্য স্থিতিস্থাপকতা ও আয় স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য লিখ।

 

 

৮. একচেটিয়া কারবারি সর্বদা অস্বাভাবিক মুনাফা অর্জন করে- ব্যাখ্যা কর।

 

 

৯. চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী হয়?

 

 

১০. সম প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা কর।

 

 

১১. যোগান বিধিটি ব্যাখ্যা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১২. চাহিদার দাম স্থিতিস্থাপকতা কী?

 

১৩. একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য কী?

 

 

১৪. অভাবের বৈশিষ্ট্য বর্ণনা কর।

 

১৫. যোগান রেখা উর্ধগামী হয় কেন?

 

১৬. দাম প্রভাব ও আয় প্রভাব এর মধ্যে পার্থক্য দেখাও।

 

১৭. বিজ্ঞাপনের পক্ষে ও বিপক্ষে যুক্তি দেখাও।

 

১৮. স্বাভাবিক মুনাফা কি গড় খরচের অন্তর্ভুক্ত?

 

১৯. সম উৎপাদন ও সম খরচ রেখার মধ্যে পার্থক্য নির্দেশ কর।

 

২০. বাজার কাঠামোর নির্ধারক গুলো কী?

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

২১. স্থিতিস্থাপক ও স্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য নির্দেশ কর।

 

২২. চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে তুলনা করো।

 

২৩. যোগানের নির্ধারক সমূহ কি?

 

 

২৪. মোট, গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক দেখাও।

 

২৫. মোট ব্যয়, গড় ব্যয় ও ও প্রান্তিক ব্যয় এর মধ্যে সম্পর্ক দেখাও।

 

২৬. মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য দেখাও।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

২৭. স্বল্পকালে কোন ফার্ম লোকসান দিয়েও উৎপাদন করতে পারে- ব্যাখ্যা কর।

 

২৮. অলিগোপলি বাজার বলতে কি বুঝ?

 

২৯. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য উল্লেখ কর।

 

 

৩০. বাজার অর্থনীতির বৈশিষ্ট্য লিখ।

 

৩১. ব্যক্তিগত চাহিদা রেখা হতে বাজার চাহিদা রেখা অংকন প্রক্রিয়া ব্যাখ্যা কর।

 

 

 

গ বিভাগ

 

১. অর্থনীতির সংজ্ঞা দাও। সমালোচনাসহ অধ্যাপক এল  রবিনস প্রদত্ত সংজ্ঞাটির ব্যাখ্যা কর। অর্থনীতির বিষয়বস্তু আলোচনা কর। অর্থনীতির আওত আলোচনা কর।

 

২. যোগান রেখা কাকে বলে? যোগানের হ্রাস -বৃদ্ধি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে।)

 

৩. সমপ্রান্তিক উপযোগ বিধির সাহায্যে ভোক্তার ভারসাম্য অবস্থা নির্ণয় কর।

 

৪. চাহিদা অপেক্ষকের ধারণা ব্যাখ্যা কর। একটি সরল চাহিদা রেখার নির্দিষ্ট বিন্দুতে দাম স্থিতিস্থাপকতা পরিমাপ কর।

 

৫. ভোক্তার উদ্ধৃত ধারণাটি ব্যাখ্যা কর। এ ধারণাটির তাত্ত্বিক ও ব্যবহারিক গুরুত্ব বিশ্লেষণ কর।

 

৬. বিশুদ্ধ প্রতিযোগিতামূলক বাজার কি? পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর।

 

৭. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা কর। ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটি কি শুধু কৃষিক্ষেত্রেই প্রযোজ্য?

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে।)

 

৮. ফার্মের ভারসাম্য বলতে কি বুঝ? ভারসাম্যের শর্ত কি কি? প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় এর সাহায্যে ফার্মের ভারসাম্য নির্ধারণ কর।

 

৯. একচেটিয়া মূলক প্রতিযোগিতার সংজ্ঞা দাও। একচেটিয়া প্রতিযোগিতার বৈশিষ্ট্য আলোচনা কর। একচেটিয়া বাজারের তুলনায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের উৎপাদন বেশি ও দাম কম হয় কেন? একচেটিয়া ব্যবসায়ের ক্ষমতার সীমাবদ্ধতা বর্ণনা কর।

 

১০. একচেটিয়া বাজারে কিভাবে পণ্যের দাম ও উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয়? চিত্রসহ ব্যাখ্যা কর।

 

১১. চাহিদার হ্রাস বৃদ্ধি বলতে কী বোঝায়? চাহিদার পরিবর্তনের কারণসমূহ ব্যাখ্যা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে।)

 

১২. চাহিদার পূর্বাভাস কি? একটি কাল্পনিক চাহিদা সূচি হতে চাহিদা রেখা অঙ্কন কর।

 

১৩. দাম বৈষম্যের শর্তগুলো আলোচনা কর।

 

১৪. মুনাফা সর্বোচ্চকরণের শর্ত সমূহ চিত্রের সাহায্যে বর্ণনা কর।

 

১৫. উৎপাদনের পর্যায় বলতে কী বোঝ? উৎপাদনের বিভিন্ন পর্যায় চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। তোমার মতে উৎপাদনের কোন স্তরে উৎপাদন যুক্তিযুক্ত?

 

১৬. সমোচ্ছেদ বিন্দু বা শূণ্য মুনাফা বিন্দু চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে।)

 

১৭. অর্থনীতি ইতিবাচক বিজ্ঞান না নেতিবাচক বিজ্ঞান? ব্যাখ্যা কর । সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার/পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বৈশিষ্ট্য গুলো আলোচনা কর।

 

১৮. বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি সমালোচনা সহ বিশ্লেষণ কর। মজুরের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি সমালোচনাসহ বিশ্লেষণ কর।

 

১৯. অর্থনৈতিক কর্মকাণ্ডে সরকারের হস্তক্ষেপের কারণগুলো বর্ণনা কর।

 

বিঃদ্রঃ নিজের সাজেশন নিজে করাই উত্তম। আমার প্রচেষ্টা তোমাকে সামান্য সহযোগিতা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *