Macro Economics suggestion Hons 2nd year exam 2022/সামস্টিক অর্থনীতি সাজেশন অনার্স ২য় বর্ষ পরীক্ষা ২০২২

Macro Economics suggestion

Hons 2nd year exam 2022

সামস্টিক অর্থনীতি সাজেশন

অনার্স ২য় বর্ষ পরীক্ষা ২০২২

ব্যবস্থাপনা বিভাগ

ক বিভাগ

১. সমষ্টিক অর্থনীতির সীমাবদ্ধতা সমূহ আলোচনা করো/সামষ্টিক অর্থনীতিতে সামষ্টিকরণ সমস্যাগুলোর ব্যাখ্যা কর।

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে

২. মোট জাতীয় উৎপাদন ও মোট দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য দেখাও।

 

৩. বাণিজ্যচক্রের বিভিন্ন পর্যায়ে বা স্তর সমূহ ব্যাখ্যা কর।

৪. সঞ্চয়ের নির্ধারক সমূহ কি?

 

৫. অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের সূচক সমূহ উল্লেখ কর।

 

৬. মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন এর মধ্যে পার্থক্য লিখ।

 

৭. সরকারি ঋণের উদ্দেশ্য সমূহ বর্ণনা কর/সরকার ঋণ গ্রহণ করে কেন?

কপিরাইট এর আওতাধীন হতে পারে

৮. বাজার অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।

 

৯. দ্বৈত গণনা সমস্যা আলোচনা কর।

 

১০. GNP- বৈশিষ্ট্য গুলো উল্লেখ কর।

 

১১. অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য দেখাও।

 

১২. উন্নয়নশীল দেশ এর বৈশিষ্ট্য আলোচনা কর।

 

১৩. মুদ্রাস্ফীতি কি সর্বদাই খারাপ আলোচনা কর।

 

১৪. ফিশারের বিনিময় সমীকরণটি বর্ণনা কর।

 

১৫. মোট বিনিয়োগ ও নিট বিনিয়োগের মধ্যে পার্থক্য দেখাও।

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে।

১৬. ভোগের নির্ধারক সমূহ কি?

 

১৭. সামগ্রিক চাহিদা যোগান এর ভিত্তিতে ভারসাম্য জাতীয় ব্যাখ্যা কর।

 

১৮. অর্থনৈতিক স্থিতিশীলতা বলতে কী বুঝ?

 

১৯. বাংলাদেশের রাজস্ব আয়ের খাত গুলো উল্লেখ কর।

 

২০. সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।

 

২১. জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ব্যাখ্যা কর।

 

২২. কখন অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে রাজস্ব নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়?

 

২৩. বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে মুদ্রাস্ফীতির উদ্দেশ্যসমূহ কি হওয়া উচিত?

 

২৪. স্ট্যাগফ্লেশন বলতে কী বোঝায়?

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে।

২৫. জনসংখ্যা ও বেকারত্বের সম্পর্ক দেখাও।

 

২৬. বাংলাদেশের দারিদ্র্যের কারণ উল্লেখ কর।

 

২৭. আয় আয় ভোগ ও বিনিয়োগ কিভাবে সম্পর্কযুক্ত।

 

২৮. প্রমাণ কর যে, MPC ও MPS এর যোগফল সমান অর্থাৎ MPC + MPS= 1

 

২৯. ব্যষ্টিক ও সামস্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক ব্যাখ্যা কর।

 

গ বিভাগ

 

১. সামষ্টিক অর্থনীতির বিষয়বস্তু বর্ণনা কর। ব্যষ্টিক ও সামষ্টিক মডেলের মধ্যে পার্থক্য দেখাও। সামস্টিক অর্থনীতির নীতিসমূহ আলোচনা কর। সামস্টিক চলকের ধারণা বর্ণনা কর। সামষ্টিক অর্থনীতির আওতা বর্ণনা কর।

 

২. মূলধন গঠনের উপাদান সমূহ বর্ণনা কর। অর্থনৈতিক উন্নয়নে মূলধন গঠনের গুরুত্ব বর্ণনা কর।

 

৩. উদ্যোক্তা কাকে বলে? অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার গুরুত্ব বর্ণনা কর।

কপিরাইট এর আওতাধীন হতে পারে।

 

৪. অর্থনৈতিক উন্নয়নের কৌশল সমূহ বর্ণনা কর। অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো উল্লেখ কর। বাংলাদেশের অর্থনীতিতে এ সকল পূর্ব শর্ত কতটুকু বিদ্যমান?

 

৫. মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতির কারণ কি? মুদ্রাস্ফীতির ফলাফল বর্ণনা কর। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় সমূহ বর্ণনা কর।

 

৬. বেকারত্ব কি? বেকারত্বের শ্রেণীবিভাগ বর্ণনা কর। বাংলাদেশে বেকার সমস্যা দূরীকরণে সরকারি ও বেসরকারি সংস্থা সমূহের ভূমিকা আলোচনা কর।

 

৭. বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধির উপায় কি কি? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনগ্রসরতার কারণ গুলো আলোচনা কর।

 

৮. জাতীয় আয় কি? জাতীয় আয় পরিমাপের গুরুত্ব ব্যাখ্যা কর। জাতীয় আয় পরিমাপের পদ্ধতি সমূহ বর্ণনা কর।

কপিরাইট এর আওতাধীন হতে পারে।

৯. মার্কসীয় উন্নয়ন তত্ত্ব ব্যাখ্যা কর। ক্লাসিক্যাল ও মার্কসীয় উন্নয়ন তত্ত্বের তুলনা কর।

 

১০. রাজস্ব নীতির হাতিয়ার সমূহের বর্ণনা দাও। বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের রাজস্ব নীতির লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর। বাংলাদেশের রাজস্ব নীতির উল্লেখযোগ্য দিকসমূহ কি? বাংলাদেশ সরকারের আয় ও ব্যয়ের খাত ও উৎস সমূহ কি? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতির ভূমিকা উল্লেখ কর।

 

১১. বিনিয়োগের নির্ধারক সমূহ আলোচনা কর। ভোগ ও বিনিয়োগসূচি ব্যবহার করে কিভাবে জাতীয় আয়ের স্তর নির্ধারিত হয় -ব্যাখ্যা কর।

 

১২. দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটি ব্যাখ্যা কর। দরিদ্র দেশগুলোতে অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায় কি কি? বাংলাদেশে দারিদ্র্যের কারণ ও দরিদ্র বিমোচন এর উপায় সমালোচনা কর।

 

১৩. অর্থনৈতিক প্রবৃদ্ধির নিউ ক্লাসিক্যাল মডেলটি ব্যাখ্যা কর। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কি কি উপাদানের প্রয়োজন হয়।

 

১৪. বাংলাদেশের সরকারি ঋণের উৎস সমূহ কি কি? বেকারত্ব মোকাবেলায় সরকারের ঋণ গ্রহণ নীতি কেমন হওয়া উচিত?

 

১৫. শ্রমের চাহিদা সূচি থেকে কিভাবে শ্রমের চাহিদা রেখা অঙ্কন করা যায়? শ্রমের চাহিদা পরিবর্তনের ফলে কিভাবে ভারসাম্য মজুরির হার পরিবর্তিত হয়?

 

বি:দ্র: নিজের সাজেশন নিজে করাই উত্তম। আমার প্রচেষ্টা তোমাকে সামান্য সহযোগিতা করা।

ধন্যবাদ

আর ও সাজেশনের জন্য শেয়ার করুন এবং সঙ্গে থাকুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *