তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী অধ্যায় ৩ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

 

Information and Communication Technology

 

অধ্যায় ৩

 

সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস

 

Number Systems and Digital devices

 

অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

১. সংখ্যা পদ্ধতি কী?

উত্তর: কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়।

 

২. সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত কী?

 

উত্তর: কোন সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত হচ্ছে ঐই পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা। যেমন- দশমিক পদ্ধতির বেজ ১০।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT), অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ৬, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

 

৩. কোড (Code) কী? (বরিশাল বোর্ড -১৯)

 

উত্তর: প্রতিটি বর্ণ, অংক বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউ CPU) কে বোঝানোর জন্য বিটের (০ বা ১) বিভিন্ন বিন্যাসের সাহায্যে অদ্বিতীয় (Unique) সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকে কোড (Code) বলা হয়।

 

৪.  ইউনিকোড (Unicode) কী? (কুমিল্লা, দিনাজপুর, চট্টগ্রাম বোর্ড-১৯)

 

উত্তর: ইউনিকোড হচ্ছে ২ বাইট বা ১৬ বিটের কোড। বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের ক্যারেক্টার এবং টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়।

 

৫. অ্যাসকি কোড (ASCII Code) কী? (রাজশাহী -১৯)

 

উত্তর: American Standard Code for Information Interchange এর সংক্ষিপ্ত রূপ ASCII বা অ্যাসকি। অ্যাসকি কোড ১ বাইট বা ৮ বিটের কোড। বিশ্বের সকল ভাষাকে এই কোডের সাহায্যে প্রকাশ করা যায় না।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT), অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায় ৪, ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML

 

৬. বিসিডি (BCD) কোড কী? (যশোর, সিলেট বোর্ড-১৯)

 

উত্তর: দশমিক সংখ্যার প্রতিটি অংককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। BCD এর পূর্ণরূপ হলো Binary Coded Decimal.

 

অথবা, দশমিক সংখ্যার বাইনারি রূপান্তরই হলো বিসিডি কোড।

 

৭. আলফানিউমেরিক (Alphameric) কোড কী?

 

উত্তর: অক্ষর (a-z, A-Z),  অংক (0-9) এবং বিভিন্ন গাণিতিক চিহ্নসহ (+,-,=,×) আরও কতগুলো বিশেষ চিহ্নের (!, @, #, $, %ইত্যাদি) জন্য ব্যবহৃত কোডকে আলফা নিউমেরিক কোড বলে।

 

৮. বাইনারি সংখ্যা পদ্ধতি ক? ( ঢাকা বোর্ড -১৯)

 

উত্তর: বাইনারি একটি সংখ্যা পদ্ধতি যার ভিত্তি ২ এবং চিহ্ন/অংকগুলো হচ্ছে ০ ও ১।

 

ICT/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অধ্যায়-২, কমিউনিকেশন সিস্টেমস এন্ড নেটওয়ার্কিং

 

৯. বিট (Bit) কী?

 

উত্তর: বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ০ অথবা ১ অংক কে সংক্ষেপে বিট বলা হয়।

 

১০. বাইট (Byte) কী?

 

উত্তর: আট বিট নিয়ে গঠিত শব্দকে বাইট বলে। বর্ণ, অংক ও বিশেষ চিহ্ন নির্দিষ্ট করার জন্য বাইট ব্যবহার করা হয়। কম্পিউটারে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহৃত একক গুলি হল বাইট। বাইট কে ইংরেজি বড় হাতের ‘B’ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়।

 

সকল সকল অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন ও মানসম্মত উত্তর পেতে শেয়ার করুন এবং সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *