ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র নৈর্ব্যত্তিক প্রথম অধ্যায়/MCQ Business Organization and Management 1st paper

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র

নৈর্ব্যত্তিক

প্রথম অধ্যায়: ব্যবসায়ের মৌলিক ধারণা

১. ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কোনটি?

ক. সম্পত্তি অর্জন  খ. মুনাফা অর্জন

গ. মানব সেবা       ঘ. গ্রাহক সন্তুষ্টি

উত্তর: খ

২. Business শব্দটি কোন ভাষার?

ক. ইংরেজি খ. ইতালীয় গ. ফ্রেঞ্চ ঘ. ফারসি

উত্তর: ক

৩. ব্যবসায়ের প্রাথমিক কাজ কোনটি?

ক. উৎপাদন খ. বন্টন গ. সেবা প্রদান  ঘ. পণ্য সরবরাহ

উত্তর: ক

৪. উৎপাদনের বাহন কোনটি?

ক. শিল্প খ. বাণিজ্য গ. ব্যবসায় ঘ. মানবসম্পদ

উত্তর: ক

৫. ক্রয় বিক্রয়ের কাজকে কি বলে?

ক.  শিল্প  খ. ট্রেড গ. বাণিজ্য ঘ.  ব্যবসায়

উত্তর: খ

৬. শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

ক স্বত্বগত খ. রূপগত গ. স্থানগত ঘ. সময়গত

উত্তর: খ

৭. ব্যবসায়ের ভূষণ কোনটি?

ক. মুনাফা খ. সুনাম  গ. সমৃদ্ধি  ঘ. শৃঙ্খলা

উত্তর: খ

৮. নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত?

ক. প্রজনন খ. বিশ্লেষণ  গ. নির্মাণ ঘ. সেবা পরিবেশক

উত্তর: ক

৯. বার্তা সংস্থা কোন শিল্পের অন্তর্গত?

ক. প্রক্রিয়াজাতকরণ       খ. সংযোজন

গ. সেবা পরিবেশক          ঘ. বিশ্লেষণ

উত্তর: গ

১০. পণ্য বন্টনে ব্যাংক কোন ধরনের বাধা দূর করে?

ক. প্রচারগত খ. অর্থগত গ. স্বত্বগত ঘ. ঝুঁকিগত

উত্তর: খ

১১. বিজ্ঞাপন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

ক. কালগত খ. স্থানগত গ. স্বত্বগত ঘ. জ্ঞানগত

উত্তর: ঘ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *