ব্যষ্টিক অর্থনীতি সাজেশন অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২১/Micro Economics suggestion Hons 1st year exam 2021

ব্যষ্টিক অর্থনীতি সাজেশন

Micro Economics suggestion 

বিবিএ অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২১ (অনুষ্ঠিত ২০২২)

হিসাববিজ্ঞান বিভাগ

Accounting Department 

 

খ বিভাগ

১. ব্যষ্টিক ও সামস্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখ।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

২. ইতিবাচক অর্থনীতি এবং নেতিবাচক অর্থনীতির মধ্যে পার্থক্য দেখাও। তোমার মতামত অনুযায়ী কোন পর্যায়েটি যুক্তিযুক্ত?

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৩. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য লিখ।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৪. বাজেট রেখা কি?/বাজেট রেখা ধারণাটি ব্যাখ্যা কর। এর বৈশিষ্ট্য আলোচনা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৫. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য আলোচনা কর। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অসুবিধা /সীমাবদ্ধতা আলোচনা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৬. শ্রমের যোগান রেখা কখন পশ্চাদগামী হয়?

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৭. মোট মুনাফা ও নিট মুনাফার মধ্যে পার্থক্য দেখাও।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৮. কেন গড় আয় রেখাকে ফার্মের চাহিদা রেখা বলা হয়?

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৯. মুনাফা সর্বোচ্চকরণের শর্তাবলী বর্ণনা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১০. চাহিদা স্থিতিস্থাপকতা ও চাহিদা রেখার ঢালের মধ্যে পার্থক্য দেখাও।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১১. শ্রমের যোগান মূলত কি কি বিষয়ের উপরে নির্ভর করে?

 

 

১২. একচেটিয়া কারবারের দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১৩. স্বল্পকালীন গড় ব্যয় রেখা U আকৃতির হয় কেন?

 

 

১৪. সম উৎপাদন রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১৫. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে চাহিদা রেখা অংকন কর।

 

১৬. সম্পদের বৈশিষ্ট্যসমূহ লিখ।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১৭. যোগান ও মজুদের মধ্যে পার্থক্য লিখ।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১৮. চাহিদার নির্ধারক সমূহ কি কি?

 

 

১৯. নিরপেক্ষ রেখা ও চাহিদা রাখার মধ্যে পার্থক্য লিখ।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

২০. চাহিদা বিধির ব্যতিক্রমগুলো কী?

 

 

২১. ‘মুনাফা ঝুঁকি বহনের পুরস্কার’ ব্যাখ্যা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

২২. সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য আলোচনা কর।

 

 

২৩. শ্রমবাজার বৈষম্য কি? বৈষম্য দূরীকরণের উপায় কি?

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

২৪. যোগান স্থিতিস্থাপকতার নির্ধারক সমূহ বর্ণনা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

২৫. প্রযুক্তিগত পরিবর্তন বলতে কী বোঝ?

 

২৬. বিশ্বায়ন কি? এর বৈশিষ্ট্য আলোচনা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

২৭. ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য কি?

 

২৮. স্থির ব্যয় কিভাবে ফার্মের দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে প্রভাবিত করে?

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

২৯. “স্বল্পকালে কোন ফার্ম লোকসান দিয়ে উৎপাদন করতে পারে” -ব্যাখ্যা কর।

 

 

৩০. ব্যক্তিগত চাহিদা রেখা হতে বাজার চাহিদা রেখা অঙ্কন কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৩১. মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য লিখ।

 

৩২. সমানুপাতিক উৎপাদন ব্যধি কি? উদাহরণসহ ব্যাখ্যা কর।

 

৩৩. মূল্য ও দামের মধ্যে পার্থক্য দেখাও।

 

গ বিভাগ

১. অর্থনীতির সংজ্ঞা দাও। ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব আলোচনা কর । অর্থনীতির বিষয়বস্তু আলোচনা কর। অর্থনীতির মৌলিক সমস্যা গুলো আলোচনা কর। ব্যষ্টিক সীমাবদ্ধতা বা অসুবিধা সমালোচনা কর। ৯৯%

 

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

২. মুক্তবাজার অর্থনীতির সংজ্ঞা দাও । বাজার অর্থনীতির বৈশিষ্ট্যগুলো লিখ। বাজার অর্থনীতির সুবিধা সমূহ কি কি? অর্থের/মুদ্রার কার্যাবলী কী কী? বাংলাদেশে বাজার অর্থনীতি প্রবর্তনের জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমালোচনা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৩. সমালোচনা এবং চিত্রসহ যোগানবিধি আলোচনা কর। যোগানের হ্রাস বৃদ্ধি চিত্রের সাহায্যে আলোচনা কর।

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৪. চাহিদা সূচি কি? চাহিদা বিধি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর/একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন কর/চাহিদা অপেক্ষক Q = 12/p থেকে চাহিদা রেখা অঙ্কন কর। চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী হয়? ৯৯%

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৫. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি শুধু কৃষিক্ষেত্রে প্রযোজ্য নয়’ ব্যাখ্যা কর। ৯৯%

 

 

৬. ব্যয় সংকোচন কি? অভ্যন্তরীণ ব্যয় সংকোচনের কারণসমূহ কি কি? কাম্য প্লান্ট কি?

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৭. একচেটিয়া বাজার কাকে বলে? একচেটিয়া কারবারের সুবিধা সমূহ আলোচনা কর। একচেটিয়া বাজারের/কারবারের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর। “একচেটিয়া বাজারের কোন যোগান রাখা নেই”- ব্যাখ্যা কর। একচেটিয়া কারবারের মূল্য কি সর্বদাই প্রতিযোগিতামূলক বাজারের মূল্য অপেক্ষা অধিক হয়? ৯৯%

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৮. রিকার্ডোর  খাজনা তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা কর। ৯৯%

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

৯. চাহিদার স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য দেখাও। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার ধারণা ব্যাখ্যা কর। বিলাস জাত দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা কেমন? ৯৫%

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১০. চাহিদার বিন্দু স্থিতিস্থাপকতার সূত্র নির্ণয় কর। বিন্দু স্থিতিস্থাপকতা ও বৃত্তচাপ স্থিতিস্থাপকতার পার্থক্য নির্দেশ কর। ৯০%

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১১. নিরপেক্ষ রেখা কি? নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য আলোচনা কর। নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা কর। ৯৯%

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১২. মূলধন কাকে বলে? অর্থনৈতিক উন্নয়নে মূলধনের ভূমিকা আলোচনা কর। উন্নয়নশীল দেশের মূলধন গঠনের সমস্যা সমূহ আলোচনা কর। ৯৮%

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১৩. মজুরি কাকে বলে? বিভিন্ন পেশার মজুরের তারতম্যের কারণ ব্যাখ্যা কর। মজুরর প্রকারভেদ আলোচনা কর। নারী ও পুরুষের মজুরির পার্থক্যের কারণসমূহ আলোচনা কর/পুরুষ অপেক্ষা নারী শ্রমিকের মজুরি কেন কম? ৯৯%

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১৪. বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি সমালোচনা সহ বিশ্লেষণ কর। ৯৯%

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১৫. আয় প্রভাব কী সর্বদাই ধনাত্মক হয়? ব্যাখ্যা কর। দাম প্রভাব, আয় প্রভাব এবং পরিবর্তক প্রভাব এর সম্পর্ক ব্যাখ্যা কর। ৯৫%

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১৬. উৎপাদন তত্ত্ব কি? মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক আলোচনা কর।৯২%

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১৭. পুঁজিবাদী/ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি? এর বৈশিষ্ট্য আলোচনা কর। ৯৮%

 

(কপিরাইট এর আওতাধীন হতে পারে)

 

১৮. চাহিদার পরিবর্তন বলতে কি বুঝ? চাহিদা পরিবর্তনের কারণ ব্যাখ্যা কর। চাহিদার হ্রাস বৃদ্ধি চিত্র সহ ব্যাখ্যা কর।

 

বি:দ্র: নিজের সাজেশন নিজে করো । আমার সাজেশন ১০০% কমনের নিশ্চয়তা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *