জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপ/Release slip এর মাধ্যমে অনার্স প্রথম বর্ষে ভর্তির নিয়মাবলী

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি রিলিজ স্লিপ এর নিয়মাবলী:

 

প্রশ্ন-০১: রিলিজ স্লিপ কী?

উত্তর: যে সকল শিক্ষার্থী-

(i) পয়েন্ট দ্বারা উত্তীর্ণ হয়নি,

(ii) ভর্তি বাতিল করেছে,

(iii) মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হয়নি, সে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপের মাধ্যমে ৫টি কলেজে আবেদন করে ১টি কলেজে ভর্তির হওয়ার সুযোগ পাবে।

 

প্রশ্ন-০২: রিলিজ স্লিপের আবেদনে কি আমি আমার পূর্বের কলেজে আবেদন করতে পারব?

উত্তর: হ্যাঁ পারবে। তুমি ঐ কলেজসহ সর্বমোট ৫টি কলেজে নতুন নতুন বিষয় নির্বাচন করে আবেদন করতে পারবে।

 

প্রশ্ন-০৩: রিলিজ স্লিপের আবেদন ফরম কোথায় পাওয়া যাবে?

উত্তরঃ শুধুমাত্র অনলাইনে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করা যাবে এটি কলেজ থেকে দেওয়া হয় না।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বুক লিস্ট:

https://rsbeducation.com/category/nu-book-list/

 

প্রশ্ন-০৪: রিলিজ স্লিপের ফরম কি কলেজগুলোতে জমা দিতে হবে?

উত্তরঃ না, কলেজে জমা দেয়ার দরকার নেই এটি তোমার কাছে রেখে দিবে।

 

প্রশ্ন-০৫: আমি কোন ৫টি কলেজ নির্বাচন করব?

উত্তরঃ তোমার ইচ্ছানুযায়ী যেকোনো ৫টি (সর্বোচ্চ) কলেজে আবেদন করতে পারবে।

 

প্রশ্ন-০৬: রিলিজ স্লিপের ফলাফল কিভাবে জানব?

উত্তরঃ আবেদন শেষ হওয়ার ৫-৭ দিন পর রেজাল্ট প্রকাশিত হবে এবং আগের মতো মোবাইল থেকে এসএমএস দিয়ে তুমি তোমার ফলাফল জানতে পারবে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সাজেশন:

https://rsbeducation.com/category/nu-suggestions/

 

প্রশ্ন-০৭: রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করলে চান্স পাওয়ার নিশ্চয়তা কতটুকু?

উত্তরঃ জেলা শহরের কলেজগুলোতে শূন্য আসন সংখ্যা খুবই কম অপর দিকে উপজেলা পর্যায়ের কলেজগুলো অনেক বেশি আসন খালি থাকে তাই আবেদন করার সময় এই বিষয়টি গুরুত্ব দিলে ১০০% পর্যন্ত ভর্তির নিশ্চয়তা থাকে।

 

প্রশ্ন-০৮: রিলিজ স্লিপ কোথায় কিভাবে পূরণ করতে হবে? অথবা, রিলিজ স্লিপের আবেদন কোথায় করতে হবে?

উত্তরঃ রিলিজ স্লিপের আবেদন করতে হবে অনলাইনে রিলিজ স্লিপ সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদনের ওয়েবসাইট বা লিংক দেওয়া থাকবে সময় মত এই ওয়েবসাইটে গিয়ে নিজে নিজে অথবা, কম্পিউটার দেকানে গিয়েও করা যাবে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন:

https://rsbeducation.com/category/national-university-previous-year-questions/

 

প্রশ্ন-০৯: রিলিজ স্লিপ পূরণ করতে কী কী লাগবে?

উত্তর: তোমার রোল নম্বর ও পিন নম্বর দিয়েই আবেদন করা যাবে।

 

প্রশ্ন-১০: রিলিজ স্লিপ-এ সরকারি কলেজ কয়টা এবং বেসরকারি কলেজ কয়টা চয়েস দেওয়া যায়?

উত্তরঃ সরকারি-বেসরকারি মোট ৫টা (সর্বোচ্চ) কলেজ চয়েস দেওয়া যাবে।

সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *