বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

বাংলাদেশের নদী গবেষণা কেন্দ্র/ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

 

উত্তর: বাংলাদেশের নদী গবেষণা কেন্দ্র ফরিদপুরে অবস্থিত।

বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রনালয়ের অধীন একটি সংবিধিবদ্ধ সংস্থা। নদী গবেষণা ইনস্টিটিউট তিনটি বিভাগের সমন্বয়ে গঠিতঃ হাইড্রলিক রিসার্চ, জিওটেকনিক্যাল রিসার্চ এবং অর্থ ও প্রশাসন পরিদপ্তর।

 

বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট (RRI)

✓প্রতষ্ঠিত হয় >১৯৭৭

✓সদরদপ্তর > ফরিদপুর, বাংলাদেশ

✓যে অঞ্চলে কাজ করে >বাংলাদেশ

✓ দাপ্তরিক ভাষা >বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *