মানুষের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
মানুষের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
উত্তর: মানুষের হৃদপিণ্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট।
মানুষের হৃদপিণ্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট।
দুটি অলিন্দ (Atrium) ও দুটি নিলয় (Ventricles)।
হৃৎপিণ্ড বেশিরভাগ প্রাণীর একটি পেশীবহুল অঙ্গ। এই অঙ্গটি সংবহনতন্ত্রের রক্তনালীগুলির মাধ্যমে রক্ত পাম্প করে। পাম্প করা রক্ত ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের মতো বিপাকীয় বর্জ্য বহন করার সময় শরীরে অক্সিজেন ও পুষ্টি উপাদান বহন করে। মানুষের মধ্যে, হৃৎপিণ্ড প্রায় একটি বন্ধ মুষ্টির আকারের এবং ফুসফুসের মাঝখানে, বুকের মাঝামাঝি বগিতে অবস্থিত।