উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক/নির্ণায়ক যন্ত্রের নাম কী (What is the name of plant growth measuring/diagnosing device)?

উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক/নির্ণায়ক যন্ত্রের নাম কী (What is the name of plant growth measuring/diagnosing device)?

 

উত্তর: উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক/নির্ণায়ক যন্ত্রের নাম ক্রেস্কোগ্রাফ (Plant growth measuring/diagnosing instrument is called crescograph).

 

ক্রেস্কোগ্রাফ

 

ক্রেসকোগ্রাফ (Crescograph) উদ্ভিদের বৃদ্ধিমাপক যন্ত্র। বিংশ শতকের শুরুর দিকে জগদীশচন্দ্র বসু এটি আবিষ্কার করেন। কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে ক্রেস্কোগ্রাফের একটি মডেল সংরক্ষিত আছে।

 

জগদীশচন্দ্র বসু ঘড়ির যন্ত্রাংশ ও ধোঁয়া সঞ্চিত কাচের প্লেটের মাধ্যমে এই যন্ত্রটি তৈরি করেন। তিনি এটির সাহায্যে গাছের অগ্রভাগের বৃদ্ধি পরিমাপ করার উপায় আবিষ্কার করেন। এমনকি এই যন্ত্র গাছের বৃদ্ধির পরিমাণ ভালো করে বোঝার জন্য দশ হাজার গুণ বিবর্ধনও করার দেখাতে পারে। কয়েক সেকেন্ড পরপর কাচের প্লেটে দাগ পরার ব্যবস্থা করেছিলেন। বিভিন্ন উদ্দীপকের উপস্থিতিতে বৃদ্ধি কীরূপ হয় তার প্রদর্শনও করেছিলেন। তিনি তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, গ্যাস ও তড়িৎ প্রবাহের উপস্থিতিতে পরীক্ষাটি করেছিলেন। যেসকল উপাদান গাছের বৃদ্ধি পরিমাপ করে সেগুলি হলো, একটি পার্থক্যসূচক ট্রান্সফরমার এবং একটি চলমান কোর যা দুটি বিন্দুর মধ্যে সংযুক্ত থাকে।

 

অবাক করা কিছু ইংরেজি শব্দ!

 

বৈদ্যুতিক ক্রেসকোগ্রাফ যন্ত্রটি এক ইঞ্চির দশ লক্ষ ভাগ পর্যন্ত পরিমাপ করতে পারে। যদিও এটিকে মূলত এক সহস্রাংশ  থেকে দশ সহস্রাংশ পাল্লার মধ্যে ব্যবহার করা হয়। উদ্ভিদের বৃদ্ধি লিপিবদ্ধ করতে যন্ত্রটি ১০,০০০,০০০ পরিসরের ছোট আন্দোলন বা গতিবিধিও পরিমাপ করতে সক্ষম।
সূত্র: উইকিপিডিয়া
HARRP Technology/হার্প প্রযুক্তি
                            Crescograph 
Crescograph plant growth measuring instrument. It was discovered by Jagdish Chandra Bose in the early 20th century. A model of the crescograph is preserved in the Basu Vigyan Mandir in Calcutta.
 Jagdishchandra Bose made this device using clock parts and fumed glass plates. He invented a way to measure plant tip growth with it. The device can even show up to 10,000 times magnification to get a better understanding of plant growth. He arranged to stain the glass plate every few seconds. He also demonstrated how growth occurs in the presence of various stimuli. He performed the experiment in the presence of temperature, chemicals, gases and currents. The components that measure plant growth are a differential transformer and a moving core connected between two points.
টেলিফোনের আবিষ্কারক কে?
 The electric crescograph instrument can measure up to one millionth of an inch. Although it is mainly used in the one thousandth to ten thousandth range. The device is also capable of measuring small movements in the range of 10,000,000 to record plant growth.
Source: Wikipedia

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *