বাংলা সাহিত্যের/ভাষার আদি নিদর্শন কোনটি?

বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

 

 

উত্তর: বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ

 

 চর্যাপদ

 

বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ;  এটি প্রাচীন যুগের একমাত্র সৃষ্টি।

 

১৯০৭ খ্রিস্টাব্দে (বাংলা ১৩১৪) মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন এবং ১৯১৬ খ্রিস্টাব্দে (বাংলা ১৩২৩) চর্যাচর্যবিনিশ্চয়, সরহপাদ ও কৃষ্ণপাদের দোহা এবং ডাকার্ণব এই চারটি পুঁথি একত্রিত করে “বঙ্গীয় সাহিত্য পরিষদ” থেকে “হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা” নামে প্রকাশ করেন।

 

সমার্থক শব্দ – BCS সহ যে কোন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ

✓চর্যাপদের আবিষ্কৃত পদের সংখ্যা সাড়ে ছেচল্লিশটি। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে পদের সংখ্যা ৫০ টি এবং সুকুমার সেনের মতে, পদের সংখ্যা ৫১ টি।

 

বাক্যসংকোচন – বিসিএস (BCS) ও অন্যান্য চাকরির পরীক্ষায় বারবার এসেছে

✓২৩ নং পদটি খন্ডিত আকারে পাওয়া যায় এবং ২৪,২৫ এবং ৪৮ নং পদগুলো পাওয়া যায়নি।

 

✓চর্যাপদের প্রথম পদটির রচিয়তা লুইপা।

 

✓চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কাহ্নপা  (১৩ টি) যার অন্য নাম কৃষ্ণাচার্য।

 

বাগধারা-বিসিএস (BCS) ও অন্যান্য চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ

✓অনেকের মতে কুক্কুরীপা নারী পদকর্তা ছিলেন।

 

✓ ড. মুহম্মদ শহিদুল্লাহ ওর মতে “শবরপা ও ভুসুকুপা” বাঙালি ছিলেন।

 

✓হরিপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষার নাম দিয়েছেন “সন্ধ্যা ভাষা বা আলো-আঁধারি ভাষা।”

 

বিসিএস (BCS) প্রস্তুতি, বাংলা ভাষা ও সাহিত্য

 

✓ড. মুহম্মদ শহিদুল্লাহর মতে চর্যাপদের ভাষা – বঙ্গকামরূপী।

 

✓চর্যাপদের ভাষা বাংলা- প্রমাণ করেন সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

 

✓চর্যাপদের টীকাকার -মুনি দত্ত।

 

BCS cadre list/বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর ক্যাডার পদের বর্তমান সংখ্যা

✓আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

 

 

✓চর্যাপদের অন্য নাম চর্যাগীতিকোষ, দোহাকোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *