বাষ্প ইঞ্জিনের আবিষ্কারক কে?

বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক কে?

 

উত্তর: বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক – জেমস ওয়াট (স্কটল্যান্ড)।

 

বাষ্পচালিত ইঞ্জিনকে বাষ্পীয় ইঞ্জিন বলা হয়। সুদৃঢ় আবদ্ধ স্থানে জলীয় বাষ্প তৈরি করে তার চাপ ব্যবহারের সাহায্যে বাষ্পীয় ইঞ্জিন চালানো হয়। যে স্থান বা আধারে বাষ্পীভবন করা হয় তাকে বয়লার বলে। জলীয় বাষ্প তৈরি করার জন্য জ্বালানি হিসেবে সাধারণত কয়লা, কাঠ, তেল ব্যবহৃত হয়। বাষ্পীয় ইঞ্জিনের উদ্ভাবক ছিলেন একজন স্কটিশ। নাম জেমস ওয়াট। বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবনের কারণে তিনি অমর হয়ে আছেন।

 

  জেমস ওয়াট

১৭৩৬ সালের ১৯শে জানুয়ারি স্কটল্যান্ডে, জেমস ওয়াট  জন্ম গ্রহণ করেন।

তিনি প্রকৌশলী, উদ্ভাবক ও রসায়নবিদ ছিলেন।

তাঁর বাবা ছিলেন জাহাজ নির্মাতা। তাই ছোটবেলা থেকে জেমসেরও আগ্রহ ছিল যন্ত্রের ওপর।

ওয়াট স্কুলে নিয়মিত ছিলেন না। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন তাঁর মা, এগনেস মুইরহেডের কাছেই।

পরে গ্রিনাক গ্রামার স্কুলে পড়াশোনা করেন। কিন্তু ল্যাটিন ও গ্রিক এ তার কোনও আগ্রহ ছিল না। তবুও, দক্ষ হয়ে ওঠেন ইঞ্জিনিয়ারিং ও গণিত বিষয়ে। ওয়াট প্রথমে গাণিতিক যন্ত্রের নির্মাতা হিসাবে কাজ করেছিলেন। কিন্তু বাষ্প ইঞ্জিন প্রযুক্তির উন্নতির জন্য খ্যাতিমান তিনি।

জেমস ওয়াটের কর্মের প্রতি সম্মান রেখে ক্ষমতার এসআই এককের নাম রাখা হয়েছে ‘ওয়াট’

 

অন্যান্য যন্ত্রের আবিষ্কারকের নাম:

 

১. রেডিও – জি মার্কোনি   USA

 

২. টেলিফোন – আলেকজান্ডার গ্রাহাম্লেব    USA

 

৩. পেট্রোল ইঞ্জিন – নিকোলাস অটো   জার্মানি

 

৪. ডিনামাইট – আলফ্রেড নোবেল    সুইডেন

 

৫. বৈদ্যুতিক বাতি – থমাস আলফা এডিসন    USA

 

৬. টেলিভিশন – জন এর বেয়ার্ড         USA

 

৭. মাইক্রোফোন – আলেকজান্ডার গ্রাহাম্লেব      USA

 

৮. টেলিস্কোপ –  গ্যালিলিও   ইতালি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *