টেলিফোনের আবিষ্কারক কে?
টেলিফোনের আবিষ্কারক কে?
উত্তর: টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম্লেব । USA
আলেকজান্ডার গ্রাহাম্লেব
আলেকজান্ডার গ্রাহাম বেল প্রখ্যাত বিজ্ঞানী ও উদ্ভাবক। টেলিফোনের অন্যতম আবিষ্কারক হিসেবে তিনি সবচেয়ে পরিচিত। তাকে বোবাদের পিতা তথা দ্য ফাদার অফ দ্য ডিফ নামে ডাকা হতো। তার বাবা, দাদা এবং ভাই সবাই একক অভিনয় ও বক্তৃতার কাজে জড়িত ছিলেন এবং তার মা ও স্ত্রী উভয়েই ছিলেন বোবা।
সূত্র: উইকিপিডিয়া
অন্যান্য যন্ত্রের আবিষ্কারকের নাম:
১. রেডিও – জি মার্কোনি USA
২. বাঁষ্পীয় ইঞ্জিন – জেমস ওয়াট স্কটল্যান্ড
৩. পেট্রোল ইঞ্জিন – নিকোলাস অটো জার্মানি
৪. ডিনামাইট – আলফ্রেড নোবেল সুইডেন
৫. বৈদ্যুতিক বাতি – থমাস আলফা এডিসন USA
৬. টেলিভিশন – জন এর বেয়ার্ড USA
৭. মাইক্রোফোন – আলেকজান্ডার গ্রাহাম্লেব USA
৮. টেলিস্কোপ – গ্যালিলিও ইতালি