G7 (জি-৭) কী?

জি-৭ কী?

জি-৭ হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ। ইউরোপীয় ইউনিয়ন ও জি-৭ এ প্রতিনিধিত্ব করে। এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ। এরা বৈশ্বিক সম্পদের শতকরা ৬৪ ভাগের প্রতিনিধি ($২৬৩ ট্রিলিয়ন)। ২০১৪ সালের ক্রিমিয়া সংকটে রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে ২০১৪ এর ২৪ মে রাশিয়াকে জি-৮ থেকে বাদ দেয়া হয়। এখন তাই এই জোটটি জি-৭ নামে পরিচিত।

 

উদ্দেশ্য:
বিশ্বের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এ সংঘটি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এবং এরা প্রতি বৎসর একত্রে মিলিত হয়ে সামাজিক, অর্থনৈতিক, নিরাপত্তা ইস্যু নিয়ে সিদ্ধান্ত নেয়।

 

সম্মেলন:
★৪৮তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হয়:

জার্মানিতে, ২৬জুন – ২৮জুন, ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *