মুজিব নগর সরকার/অস্থায়ী সরকার

অস্থায়ী সরকার/মুজিব নগর সরকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:

 

1. অস্থায়ী সরকারের অন্য নাম– মুজিনগর সরকার।

 

2. অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল–১০ এপ্রিল, ১৯৭১।

 

rsbeducation.com

 

3. সর্বপ্রথম স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়–১০ এপ্রিল, ১৯৭১।

 

4. অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল–১৭ এপ্রিল, ১৯৭১।

 

 

5. বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল –১৭ এপ্রিল, ১৯৭১।

 

RSBEDUCATION.COM

 

6. অস্থায়ী সরকারের ঘোষনাপত্র পাঠ করেন–অধ্যাপক ইউসুফ আলী। (১৭ এপ্রিল) ।

 

7. স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন–অধ্যাপক ইউসুফ আলী (১৭ এপ্রিল) ।

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে 

 

8. জেনারেল ওসমানী সেনা প্রধান নিযুক্ত হন–১৮ এপ্রিল, ১৯৭১।

 

9. অস্থায়ী সরকারের রাজধানী –মেহেরপুর জেলার মুজিবনগরে।

 

RSBEDUCATION.COM

 

10. মুজিবনগরের পুরাতন নাম কি ছিল–বৈদ্যনাথ তলার ভবের পাড়া।

 

 

11. বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন–তাজউদ্দিন আহম্মেদ।

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে 

 

12. অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল–৬ জন।

 

i. রাষ্ট্রপতি –শেখ মুজিবর রহমান।

 

ii. প্রধানমন্ত্রী–তাজউদ্দিন আহম্মেদ।

 

iii. অস্থায়ী/উপ রাষ্ট্রপতি –সৈয়দ নজরুল ইসলাম।

iv. অর্থমন্ত্রী — এম, মনসুর আলী।

 

v. স্বরাষ্ট্রমন্ত্রী–এ এইচ এম কামরুজ্জামান

 

vi. আইন , সংসদীয় ও পররাষ্ট্রমন্ত্রী–খন্দকার মোশতাক আহমদ ।

 

কপিরাইট এর আওতাধীন হতে পারে 

 

13. অস্থায়ী সরকারেরকে প্রথম গার্ড অনার প্রদান করেন–মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)

 

14. অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান — ক্যাপ্টেন এ কে খন্দকার।

 

সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *