প্রাথমিকে আরও ৩০ হাজার শিক্ষক নিয়োগ: প্রতিমন্ত্রী
প্রাথমিক বিদ্যালয়ে আরও ৩০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, “চলমান ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে আরও ৩০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে মন্ত্রণালয়।
বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজারের বেশি, আর শিক্ষকের সংখ্যা সাড়ে ৩ লাখের বেশি।
বুধবার গাজিপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির পাইলটিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।